মেসিতে মগ্ন দম্পতি, চুরি গেল গয়না-টাকা

মঙ্গলবার রাতে এমনই ঘটনার সাক্ষী রইল সাঁকরাইলের হাওয়াপোতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

সাঁকরাইল শেষ আপডেট: ২৮ জুন ২০১৮ ০৭:১৫
Share:

প্রতীকী ছবি।

রাত দেড়টা পর্যন্ত বিশ্বকাপের খেলা দেখেছিলেন দম্পতি। তারপর ঘরে ঢুকে, আলমারি খুলে দুষ্কৃতীরা হাতিয়ে নিয়েছে নগদ টাকা, মেয়ের বিয়ের গয়না। সকালে সে সব গয়নার বাক্স মিলেছে ছাদে। মঙ্গলবার রাতে এমনই ঘটনার সাক্ষী রইল সাঁকরাইলের হাওয়াপোতা।

Advertisement

পুলিশ জানিয়েছে, স্থানীয় সন্তোষ চট্টোপাধ্যায় নামে রেলের অবসরপ্রাপ্ত এক আধিকারিক বাড়িতে চুরির অভিযোগ দায়ের করেছেন। হাওয়াপোতা গ্রামে তাঁর নিজের তিনতলা বাড়ি রয়েছে। পুত্র-পুত্রবধূ, স্ত্রী ও কন্যার সঙ্গে থাকেন তিনি। সন্তোষবাবুর দাবি, ওই রাতে দোতলায় নিজেদের ঘরে বসেই আর্জেন্টিনা-নাইজিরিয়ার খেলা দেখেছিলেন তিনি ও তাঁর স্ত্রী। তারপর ঘরের দরজা খোলা রেখেই ঘুমিয়ে পড়েন। পাশের ঘরে ছিলেন ছেলে ও বৌমা। একতলায় মেয়ে। সকালে উঠে দেখেন আলমারির দরজা খোলা। ভিতরে লকারও ভাঙা। খোওয়া গিয়েছে প্রায় ৩২ হাজার টাকা ও বেশ কয়েকভরি সোনার গয়না।

সন্তোষবাবু বলেন, ‘‘মেয়ের বিয়ের কথা চলছে। তাই কিছু গয়না, টাকা বাড়িতে রাখা ছিল। রাতে ঘরে ঢুকে আলমারি থেকে সব নিয়ে গেল আমরা টের পেলাম না।’’ বুধবার ছাদে উঠে দেখা যায় ঠাকুর ঘরের জানলার কাচ ভাঙা। ছাদে ছড়িয়ে খালি গয়নার বাক্স। তদন্তে আসে সাঁকরাইল থানার পুলিশ। পুলিশের অনুমান, পাইপে বেয়ে ছাদে উঠে দোতলায় নেমে ছিল দুষ্কৃতীরা। তারপর গৃহস্থের ঘুম গা়ঢ় করতে ক্লোরোফর্ম জাতীয় দেওয়া হয়ে থাকতে পারে। ঘটনায় চট্টোপাধ্যায় পরিবারের পরিচিত কারও হাত থেকে থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন