বাড়তি পণ না দেওয়ায় হুগলির বাঁশবেড়িয়ার মিলন পল্লির খারকোল মাঠ এলাকার এক বধূর উপরে স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ উঠেছিল আগেই। অগ্নিদগ্ধ হয়ে সুস্মিতা মজুমদার (২০) নামে ওই বধূর মৃত্যুতে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শনিবার গ্রেফতার করা হল তাঁর স্বামী সত্যজিৎ এবং শ্বশুর ইন্দ্রজিৎ মজুমদারকে। ১ জুলাই বীরভূমের সাঁইথিয়ার বাসিন্দা সুস্মিতার সঙ্গে সত্যজিতে বিয়ে হয়। সুস্মিতার বাপেরবাড়ির লোকজনের অভিযোগ, পণ দেওয়া সত্ত্বেও বিয়ের কিছুদিন পর থেকেই মেয়ের শ্বশুরবাড়ি থেকে আরও ৫০ হাজার টাকা পণের জন্য চাপ সৃষ্টি করা হতে থাকে। মেয়ের উপরে অত্যাচারও চলতে থাকে।