লরির ধাক্কায় লেভেল ক্রসিং ভেঙে বিপত্তি

লরির ধাক্কায় রেললাইনে লেভেল ক্রসিং ভেঙে বিপত্তি বাধল বৃহস্পতিবার দুপুরে। ঘটনাস্থল দক্ষিণ-পূর্ব রেলওয়ের হাওড়া-খড়গপুর শাখার উলুবেড়িয়া স্টেশন লাগোয়া পশ্চিম লেভেল ক্রসিং।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

উলুবেড়িয়া শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৮ ০১:০৫
Share:

ভোগান্তি: এ ভাবেই চলল যাতায়াত। নিজস্ব চিত্র

লরির ধাক্কায় রেললাইনে লেভেল ক্রসিং ভেঙে বিপত্তি বাধল বৃহস্পতিবার দুপুরে। ঘটনাস্থল দক্ষিণ-পূর্ব রেলওয়ের হাওড়া-খড়গপুর শাখার উলুবেড়িয়া স্টেশন লাগোয়া পশ্চিম লেভেল ক্রসিং।

Advertisement

রেল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ পশ্চিম লেভেল ক্রসিংয়ের গেট খোলা ছিল। সেই ৬ নম্বর জাতীয় সড়কের দিক থেকে উলুবেড়িয়া শহরের দিকে আসা একটি লরি ধাক্কা মারে গেটে। ভেঙে পড়ে লেভেল ক্রসিংয়ের গেটটি।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেল কর্মীরা। ঘণ্টা তিনেকের চেষ্টায় আয়ত্বে আসে পরিস্থিতি। এর জেরে রেল চলাচল স্বাভাবিক থাকলেও বন্ধ করে দেওয়া হয় ক্রসিং দিয়ে সমস্ত গাড়ির যাতায়াত। ফলে আমতা-উলুবেড়িয়া, গাদিয়াড়া-ধর্মতলা সহ বেশ কয়েকটি রুটের বাস ও অটোর যাতায়াত বন্ধ হয়ে যায়।

Advertisement

শহরে ঢোকার গুরুত্বপূর্ণ এই রাস্তাটি ব্যবহার করেন কয়েক হাজার মানুষ। এই পথ দিয়েই যেতে হয় উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল, পুরসভা, মহকুমাশাসকের কার্যালয়ে মতো একাধিক গুরুত্বপূর্ণ দফতরে। ঘন্টা তিনেক ওই রাস্তা বন্ধ থাকার ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আমতা-উলুবেড়িয়া রুটের বাস চালক অরূপ মণ্ডল বলেন, ‘‘দু’ঘন্টা ধরে রেলগেটে বাস নিয়ে দাঁড়িয়ে রয়েছি।’’

দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ বলেন, ‘‘রেল গেট ভেঙে গেলেও রেল পরিষেবা স্বাভাবিক ছিল। কর্মীরা দ্রুত গতিতে গেট মেরামতি করে ফেেলন। সাময়িক ভাবে স্লাইডিং বুম ব্যবহার করে ক্রসিং দিয়ে যানবাহন চলাচল করানো হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন