পানীয় জলের সঙ্কটে জেরবার জোয়ারগড়ি

এলাকার অধিকাংশ নলকূপই খারাপ। যে গুলি সচল তার জলও পানের অযোগ্য। নলবাহিত পরিস্রুত পানীয় জলের ব্যবস্থাও নেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৬ ০১:১৪
Share:

জলের জন্য এমন দীর্ঘ লাইন পড়ে রোজই।—নিজস্ব চিত্র।

এলাকার অধিকাংশ নলকূপই খারাপ। যে গুলি সচল তার জলও পানের অযোগ্য। নলবাহিত পরিস্রুত পানীয় জলের ব্যবস্থাও নেই। ফলে দীর্ঘদিন ধরে পানীয় জলের সঙ্কটে ভুগছেন হাওড়ার উলুবেড়িয়া ২ ব্লকের জোয়ারগড়ি গ্রাম পঞ্চায়েতের জগরামপুরের ঘোষপাড়া-সহ কয়েকটি এলাকার কয়েক হাজার বাসিন্দা।

Advertisement

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ জলের সমস্যা নিয়ে বারবার পঞ্চায়েতে জানালেও পঞ্চায়েত কর্তৃপক্ষ কোনও গুরুত্ব দিচ্ছেন না। ফলে তাঁদের ভোগান্তিও শেষ হচ্ছে না। স্থানীয় পঞ্চায়েত সদস্যা তৃণমূলের বুলবুল দাস (ঘোষ) সমস্যার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘‘ওই এলাকায় নলকূপগুলো অনেক দিনের পুরনো। তাই এই অসুবিধা হচ্ছে। কয়েক বার সারানো হলেও ফের খারাপ হয়ে যাচ্ছে। নতুন নলকূপ বসানোর প্রস্তাব দেওয়া হয়েছে পঞ্চায়েতের কাছে। টাকা পেলেই সেগুলি বসানো হবে। স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় খান সাতেক নলকূপ রয়েছে। এর মধ্যে খান চারেক খারাপ। দুটি নলকূপের জল খাওয়ার অযোগ্য। জগরামপুর উপ-স্বাস্থ্যকেন্দ্রের কাছের নলকূপটিই একমাত্র ভাল অবস্থায় রয়েছে। ফলে সকলকে পানীয় জলের জন্য নির্ভর করতে হয় ওই নলকূপটির উপরেই। স্থানীয় বাসিন্দা আশা ঘোষ বলেন, ‘‘জলের জন্য লম্বা লাইন পড়ে। ভোর থেকে উঠে লাইন দিতে হয়।’’ রং পাড়ার বাসিন্দা গীতা রং বলেন, ‘‘আমাদের এলাকায় একটিই জলের কল রয়েছে। কিন্তু তার জল পানের যোগ্য নয়। প্রায় এক কিলোমিটার হেঁটে জল আনতে যেতে হয় ঘোষপাড়ায়। দিনের পর দিন এই অসুবিধা আর সহ্য করা যাচ্ছে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement