কয়েক দিন ধরেই পাণ্ডুয়া স্টেশন রোডে জমা হাঁটুজল নামছে না। ফলে, ওই রাস্তা থেকে ছাড়া কৃষ্ণনগর এবং বর্ধমানগামী বাসগুলি দূরে দাঁড়াচ্ছে। স্টেশনে যাতায়াতে বিপাকে পড়ছেন যাত্রীরা। রিকশা বা অটোয় চড়া ভাড়া দিয়ে তাঁদের যাতায়াত করছে হচ্ছে। ট্রেনযাত্রী সংগঠনের অভিযোগ, অবস্থার কথা পূবর্ রেল কর্তৃপক্ষ এবং পূর্ত দফতরকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। অবলম্বে জমা জল বের করার দাবি তুলেছেন তাঁরা।