নতুন বছরে তোরণ উপহার উত্তরপাড়াকে

নতুন বছরের শুরুতেই উত্তরপাড়া ঢোকার মুখেই তোরণ তৈরির পরিকল্পনা নিয়েছে পুর কর্তৃপক্ষ।

Advertisement

গৌতম বন্দ্যোপাধ্যায়

উত্তরপাড়া শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২০ ০২:৪৭
Share:

পরিকল্পিত: তোরণের নকশা। নিজস্ব চিত্র

নতুন বছরের শুরুতেই উত্তরপাড়া ঢোকার মুখেই তোরণ তৈরির পরিকল্পনা নিয়েছে পুর কর্তৃপক্ষ।

Advertisement

উত্তরপাড়া ঢোকার মুখেই বালিখালের উপর তৈরি হবে তোরণটি। তোরণে লেখা থাকবে, ‘সুবে বাংলার প্রথম পুরসভায় আপনাকে অভিনন্দন।’ রাজ্যের পুর ও নগর উন্নয়ন দফতর এবং উত্তরপাড়া পুরসভার যৌথ উদ্যোগে প্রায় ১ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হচ্ছে ওই তোরণ। পুরপ্রধান দিলীপ যাদব বলেন, ‘‘বালিখাল শহরের প্রবেশদ্বার। শহরের বহু প্রবীণ মানুষ বালিখালের সেতুর উপর থেকেই দক্ষিণেশ্বরে প্রণাম করেন। তাই তোরণ করার পক্ষে ওঠাই আর্দশ জায়গা।’’

কলকাতায় ওই তোরণের নির্মাণকারী সংস্থার কর্ণধার গোবিন্দ বসু জানান, মোট ৭০ ফুট লম্বা এবং ৬০ ফুট চওড়া হবে তোরণটি। সেই তোরণের উপর ফাইবারের কাজ করা হবে। কলকাতার বিশিষ্ট শিল্পীদের দিয়ে সেই কাজ করানো হচ্ছে।

Advertisement

পুরসভার পূর্ত বিভাগের মেয়র ইন-কাউন্সিল উৎপলাদিত্য বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমরা চাইছি, শহরে ঢোকার মুখে এক ঝলকে মানুষ যেন আমাদের এই গর্বের শহরে ঐতিহ্যের একটা আন্দাজ পায়।’’

পুরপ্রধান দিলীপবাবু বলেন, ‘‘আগামী তিন মাসের মধ্যেই ওই তোরণের কাজ শেষ হওয়ার কথা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন