ভরসন্ধ্যায় হুগলিতে গুলিতে নিহত যুবক

পুরভোটের মুখে ফের দুষ্কৃতী-তাণ্ডব হুগলিতে। ফের প্রাণ গেল এক জনের। চায়ের দোকানে বসে গল্প করার সময়ে মোটরবাইকে চড়ে আসা দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন এক ব্যক্তি। রবিবার সন্ধ্যায় হুগলি স্টেশন রোডে কৃষ্ণপুর বাজারে ওই ঘটনায় নিহতের নাম পিটু ঝাঁ (৪৩)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চুঁচুড়া শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৫ ০১:২৮
Share:

পুরভোটের মুখে ফের দুষ্কৃতী-তাণ্ডব হুগলিতে। ফের প্রাণ গেল এক জনের। চায়ের দোকানে বসে গল্প করার সময়ে মোটরবাইকে চড়ে আসা দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন এক ব্যক্তি। রবিবার সন্ধ্যায় হুগলি স্টেশন রোডে কৃষ্ণপুর বাজারে ওই ঘটনায় নিহতের নাম পিটু ঝাঁ (৪৩)। তিনি ওই বাজারের কাছেই ভাড়াবাড়িতে থাকতেন। তাঁর বিরুদ্ধে নানা দুষ্কর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Advertisement

রাত পর্যন্ত খুনের ঘটনায় পুলিশ কাউকে ধরতে পারেনি। কোনও লিখিত অভিযোগও দায়ের হয়নি। পুলিশ সুপার সুনীল চৌধুরী বলেন, “নিহতের বিরুদ্ধে দুষ্কর্মের অভিযোগ রয়েছে। এ সংক্রান্ত পুরনো শত্রুতার জেরেই তাঁকে খুন করা হয়েছে। খুনের মামলা রুজু করা হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পিটু মাছের ব্যবসা করতেন। সন্ধ্যা ৭টা নাগাদ একটি মোটরবাইকে তিন দুষ্কৃতী ওই চায়ের দোকানের সামনে এসে দাঁড়ায়। পিটুকে লক্ষ করে পরপর চারটি গুলি চালায় তারা। চারটি গুলিই পিটুর শরীরে লাগে। পিটুকে পড়ে যেতে দেখেই দুষ্কৃতীরা চম্পট দেয় চুঁচুড়া হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান পিটু। এর আগেও ওই বাজার এলাকায় একাধিকবার দুষ্কৃতী-তাণ্ডব দেখেছেন স্থানীয় বাসিন্দারা। এর আগে দু’দল দুষ্কৃতীর লড়াইয়ে এক পুলিশ অফিসার আহত হয়েছেন। তার আগে দুষ্কৃতীদের গুলির লড়াইয়ে এক ব্যক্তির প্রাণ যায়। কয়েক মাস আগেই একই কারণে বই কিনে বাড়ি ফেরার সময় গুলিতে আহত হয় এক ছাত্রী। ফের কৃষ্ণপুর বাজারে খুনের ঘটনায় বাসিন্দাদের আতঙ্কের মাত্রা আরও বেড়েছে। কেন বারবার এই দুষ্কৃতী দৌরাত্ম্য সত্ত্বেও পুলিশ তা নিয়ন্ত্রণ করতে পারছে না, সে প্রশ্নও তুলেছেন তাঁরা। এ দিন ওই ঘটনার সঙ্গে সঙ্গেই এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়। সুনসান হয়ে যায় রাস্তাঘাট। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন