‘অপহৃত’ পরিচারিকা উদ্ধার, বর্ধমানে গ্রেফতার যুবক

এক ষাটোর্ধ্ব দম্পতিকে বিভ্রাম্ত করে তাঁদের তরুণী পরিচারিকাকে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল আরামবাগ থানার পুলিশ। মঙ্গলবার বিকেলে বোলপুর থেকে শেখ রেজাউল নামে ওই যুবককে ধরা হয়। উদ্ধার করা হয় ওই তরুণীকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আরামবাগ শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ০১:৪৫
Share:

এক ষাটোর্ধ্ব দম্পতিকে বিভ্রাম্ত করে তাঁদের তরুণী পরিচারিকাকে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল আরামবাগ থানার পুলিশ। মঙ্গলবার বিকেলে বোলপুর থেকে শেখ রেজাউল নামে ওই যুবককে ধরা হয়। উদ্ধার করা হয় ওই তরুণীকে।

Advertisement

পুলিশ জানায়, ধৃতের বাড়ি বর্ধমানের গুসকরায়। তার বিরুদ্ধে বর্ধমান এবং হুগলির কয়েকটি থানায় একই ধরনের অভিযোগ রয়েছে। তাঁর সঙ্গে থাকা ওই তরুণী আদতে বর্ধমানের রায়না থানার ধামাস গ্রামের বাসিন্দা। তিনি আরামবাগের ফাঁসিবাগান এলাকার এক বৃদ্ধ দম্পতিকে দেখভাল এবং তাঁদের বাড়ির কাজকর্ম সামলাতেন। রেজাউলকে তিনি চেনেন না বলে পুলিশের কাছে দাবি করে ওই তরুণী জানান, সোমবার আরামবাগের রাস্তায় ওই যুবক একটি লজেন্স খাওয়ানোর পরে তিনি স্বাভাবিক অবস্থায় ছিলেন না। কী ভাবে বোলপুরে পৌঁছলেন তা তাঁর জানা নেই। কী কারণে রেজাউল ওই তরুণীকে অপহরণ করেছিল, তা জানার জন্য তাকে জেরা করা হচ্ছে বলে তদন্তকারীরা জানান।

কী ভাবে বিভ্রান্ত করা হল বৃদ্ধ দম্পতিকে?

Advertisement

পুলিশের কাছে অভিযোগে ওই দম্পতি জানিয়েছেন, সোমবার তাঁরা ওই পরিচারিকাকে নিয়ে আরামবাগের নির্ভয়পুরে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন নাতনির অন্নপ্রাশন অনুষ্ঠানে। বাস ধরার জন্য তাঁরা হাসপাতাল রোডে দাঁড়িয়েছিলেন। সেই সময়ে রেজাউল গিয়ে বৃদ্ধকে বার্ধক্য-ভাতার জন্য সইসাবুদের কথা বলে ডেকে নিয়ে যায়। বৃদ্ধকে একটি অন্য রাস্তায় নিয়ে গিয়ে আর এক জনকে ডাকার কথা বলে রেজাউল সরে পড়ে। এর পরে বৃদ্ধার কাছে গিয়ে স্বামী তাঁকে ডাকছে বলে জানায়। এর পরে বৃদ্ধাকে সে অন্য একটি রাস্তায় নিয়ে যায়। তার পরে ফিরে এসে তরুণীকে ওই দম্পতির কােছৈ নিয়ে যাওয়ার কথা বলে একটি লজেন্স খেতে দেয়। লজেন্স খাওয়ার পরে তিনি স্বাভাবিক অবস্থায় ছিলেন না। সে দিন ওই ঘটনার পরে বৃদ্ধ-বৃদ্ধাকে পৃথক থানায় নিয়ে যান স্থানীয় লোকজনই। এর পরেই তাঁরা পরিচারিকাকে না পেয়ে ওই অভিযোগ দায়ের করেন।

সোমবার রাতে বোলপুরের পুলিশ টহলদারির সময় একটি হেটেলের সামনে ঝিমিয়ে থাকা ওই তরুণীকে নিয়ে এক যুবককে ইতস্তত ঘুরতে দেখে তাদের ধরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন