আলু ব্যবসায়ীর ভাইকে গুলি করে লক্ষাধিক টাকা ছিনতাই

এক আলু ব্যবসায়ীর ভাইকে গুলি করে তাঁর কাছ থেকে কয়েক লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দিল মোটরবাইক আরোহী তিন দুষ্কৃতী। রবিবার রাতে পুড়শুড়ার পশ্চিমপাড়া গ্রাম সংলগ্ন মাকালপাড়া এলাকার ঘটনা। অনুপ মাজি নামে পশ্চিমপাড়ার বাসিন্দা, আহত ওই যুবককে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পুড়শুড়া শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৪ ০০:৩৮
Share:

এক আলু ব্যবসায়ীর ভাইকে গুলি করে তাঁর কাছ থেকে কয়েক লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দিল মোটরবাইক আরোহী তিন দুষ্কৃতী। রবিবার রাতে পুড়শুড়ার পশ্চিমপাড়া গ্রাম সংলগ্ন মাকালপাড়া এলাকার ঘটনা। অনুপ মাজি নামে পশ্চিমপাড়ার বাসিন্দা, আহত ওই যুবককে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

পুলিশ জানায়, ওই যুবকের কোমরের দু’জায়গায় গুলি লাগে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে, আহতের বাবা শম্ভুনাথ মাজি ছেলের চিকিৎসার ব্যাপারে বর্ধমান মেডিক্যাল তৎপর নয় বলে অভিযোগ তুলেছেন। তিনি বলেন, “হাসপাতালে ছেলের দু’বার এক্স-রে হয়েছে। অস্ত্রোপচারের জন্য দু’বার সময় দেওয়া হলেও তা হয়নি।”

অভিযোগ উড়িয়ে বর্ধমান মেডিক্যালের সুপার উৎপল দাঁ-র দাবি, “ওই যুবকের কোমরে শিরদাঁড়ার পাশে একটিই গুলি ঢুকে রয়েছে। অন্য গুলিটি কোমর ছুঁয়ে বেরিয়ে গিয়েছে। যুবক ভাল রয়েছেন। নিউরো-সার্জনের সঙ্গে আলোচনা করেই অস্ত্রোপচার করা হবে।”

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পশ্চিমপাড়ার আলু ব্যাবসায়ী নিতাইচন্দ্র মাজির খুড়তুতো ভাই অনুপ। দাদার কাছে প্রায় ১৫ বছর ধরে তিনি কাজ করছেন। নিতাইবাবু লকলকাতার বিভিন্ন জায়গায় প্রতিদিন আলু পাঠান। সেই আলুর বকেয়া টাকা প্রতি বুধ এবং রবিবার কলকাতায় গিয়ে নিয়ে আসেন অনুপ। যথারীতি রবিবারও টাকা নিয়ে সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ হাওড়া থেকে আরামবাগের শেষ ট্রেন ধরেন তিনি। পুড়শুড়ার তকিপুর স্টেশনে নামেন সাড়ে ৮টা নাগাদ। সাইকেলে বাড়ি ফিরছিলেন। গ্রামে ঢোকার আগে মাকালপাড়ায় মোটরবাইক আরোহী তিন দুষ্কৃতী তাঁর পথ আটকায়। তারা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা পেয়ে গুলি চালায়।

অনুপ পুলিশকে জানান, টাকার ব্যাগ ছাড়তে না চাওয়ায় দুষ্কৃতীরা তাঁকে প্রথমে একটা গুলি করে। ব্যাগ ছিনিয়ে নিয়ে তারা পালানোর চেষ্টা করলে তিনি বাধা দেন। দুষ্কৃতীরা দ্বিতীয়বার গুলি করে দ্রুত গতিতে চম্পট দেয়। এর পরে অনুপ নিতাইবাবুকে ফোন করে ঘটনার কথা জানান।

নিতাইবাবু বলেন, “গ্রামের কিছু মানুষ দুষ্কৃতীদের আটকানোর চেষ্টা করেছিলেন। কিন্তু ওরা বাইকের গতি এত বাড়িয়ে পালায় যে কেউ আটকাতে পারেননি। ওরা প্রায় ৮ লক্ষ টাকা নিয়ে গিয়েছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন