কোথায় কী

শিশু স্বাস্থ্য এবং সংস্কৃতি সচেতনতার লক্ষ্যে রবিবার খানাকুলের হেলান সারদামণি বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে চার দিনের শিশুমেলার সূচনা হল। স্থানীয় ক্লাবের উদ্যোগে ওই মেলায় প্রতিদিন সকালে থাকছে মহকুমার বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে নিখরচায় শিশু ও মায়ের স্বাস্থ্য পরীক্ষা এবং ওষুধ বিতরণ। দুপুর দু’টো থেকে সন্ধ্যা পর্যন্ত শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং সন্ধ্যার পর নানা পৌরাণিক কাহিনি নিয়ে নদিয়ার পুতুল নাচের আয়োজন। আর থাকছে দু’টি মিউজিয়াম।

Advertisement
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৪ ০২:২৬
Share:

খানাকুলে শিশুমেলা

Advertisement

নিজস্ব সংবাদদাতা • খানাকুল

শিশু স্বাস্থ্য এবং সংস্কৃতি সচেতনতার লক্ষ্যে রবিবার খানাকুলের হেলান সারদামণি বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে চার দিনের শিশুমেলার সূচনা হল। স্থানীয় ক্লাবের উদ্যোগে ওই মেলায় প্রতিদিন সকালে থাকছে মহকুমার বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে নিখরচায় শিশু ও মায়ের স্বাস্থ্য পরীক্ষা এবং ওষুধ বিতরণ। দুপুর দু’টো থেকে সন্ধ্যা পর্যন্ত শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং সন্ধ্যার পর নানা পৌরাণিক কাহিনি নিয়ে নদিয়ার পুতুল নাচের আয়োজন। আর থাকছে দু’টি মিউজিয়াম। একটি হয়েছে ‘বিষধর সাপের ঘরে জীবন্ত মানুষ’। সেখানে সাপ চেনানো হবে এবং সর্প দংশনের ক্ষেত্রে কী করা উচিত তা নিয়ে সচেতনার ব্যবস্থা। অন্য মিউজিয়ামটি শবদেহের ব্যবচ্ছেদ সংক্রান্ত। সেখানে মানব শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের পরিচয় করানো হবে। এ ছাড়াও তথ্য ও সংস্কৃতি দফতর থেকে মেলা প্রাঙ্গণে সুকুমার রায়কে নিয়ে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। মেলার উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং চিত্রশিল্পী হরিপ্রসাদ মেদ্দা।

Advertisement

আমতায় বই ও সংস্কৃতি মেলা

জগৎবল্লভপুরে বইমেলায় বইপ্রেমীরা। ছবি: রমাপ্রসাদ গঙ্গোপাধ্যায়।

আমতা বই ও সংস্কৃতি মেলা সমিতির উদ্যোগে সপ্তাহব্যাপী বই ও সংস্কৃতি মেলার আজ শেষ দিন। আমতা বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে গত ২৪ ডিসেম্বর মেলা শুরু হয়। উদ্বোধন করেন কবি কৃষ্ণা বসু। মেলায় প্রতিদিনই সাংস্কৃতির অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কলকাতার বিভিন্ন প্রকাশনা-সহ মোট ২৭টি বইয়ের স্টল রয়েছে এ বারের মেলায়।

স্কুলের ১২৫ বছর

আমতা বসন্তপুর হাইস্কুলের ১২৫ জন বর্ষপূর্তি উৎসব পালিত হল গত ২০ থেকে ২৩ ডিসেম্বর। উৎসব উপলক্ষে বর্ণাঢ্য প্রভাতফেরি বের হয়। উদ্বোধন করেন হাওড়া জেলা পরিষদের সভাধিপতি করবী ধূল। চারদিন ধরে আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের। অঙ্কন, একাঙ্ক নাটক প্রতিযোগিতায় অংশ নেন ছাত্রছাত্রীরা। ছিল বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী।

কল্পতরু উৎসব

আগামী ১ ও ২ জানুয়ারি হাওড়ার আন্দুল শ্রী গুরু তারাধামে অনুষ্টিত হবে কল্পতরু উৎসব। উৎসবে থাকছে প্রভাতফেরি ও নাম সংকীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকবে শ্রীরামকৃষ্ণ-বিবেকানন্দ-সারদা সম্পর্কে আলোচনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement