-নিজস্ব চিত্র।
শ্যামপুরের এক স্কুলছাত্রীর খুনের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে উলুবেড়িয়া ওটি রোড অবরোধ করল নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটি। সোমবার দুপুরে কমিটির লোকজন উলুবেড়িয়া কলেজের কাছে ও গরুহাটা মোড়ে দফায় দফায় ওটি রোড অবরোধ করে। ঘণ্টাখানেক ধরে অবরোধ চলে। শেষে পুলিশ এসে অবরোধ তুলে দেয়। পুলিশ ও কমিটি সূত্রে জানা গিয়েছে, গত ৮ অগষ্ট শ্যামপুরের কুচিবেড়িয়ার বাসিন্দা সুলেখা চক্রবতী নামে এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয় বাড়ির কাছে এক খালের ধারে। ৭ অগষ্ট থেকে সুলেখা নিখোঁজ ছিল। তার পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয় শ্যামপুর থানায়। অভিযোগ, ঘটনার পর দু’মাস কাটতে চললেও পুলিশ কাউকে ধরতে পারেনি। একই দাবিতে মাস খানেক আগে ওই কমিটি শ্যামপুর মোড়েও অবরোধ করে। পুলিশের অবশ্য দাবি, ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী ওই ছাত্রীর মৃত্যু হয়েছে জলে ডুবে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্তও শুরু হয়েছে।