জেলা কলেজ মিটে নজরে ঝুনু, আজিম

হাওড়া জেলা কলেজ অ্যাথলেটিক মিটে নজর কাড়লেন গ্রামীণ এলাকার কলেজের ছাত্র-ছাত্রীরা। আয়োজকেরা জানিয়েছেন, ছেলেদের ১০০ মিটারে প্রথম হয়েছেন শিবপুর দীনবন্ধু কলেজের সৌভিক দাস, দ্বিতীয় শ্যামপুর কলেজের মুস্তাক মোল্লা, তৃতীয় শোভারানি মেমোরিয়াল কলেজের সুব্রত সিংহ। মেয়েদের ১০০ মিটারে প্রথম রামসদয় কলেজের সুনীতা পোল্লে, দ্বিতীয় জয়পুর কলেজের সুপ্রীতি সামন্ত, তৃতীয় শোভারানি মেমোরিয়ালের ঝুনু পাঁজা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ০২:৪১
Share:

মাকড়দহ ইউনিয়ন মাঠে তোলা নিজস্ব চিত্র।

হাওড়া জেলা কলেজ অ্যাথলেটিক মিটে নজর কাড়লেন গ্রামীণ এলাকার কলেজের ছাত্র-ছাত্রীরা।

Advertisement

আয়োজকেরা জানিয়েছেন, ছেলেদের ১০০ মিটারে প্রথম হয়েছেন শিবপুর দীনবন্ধু কলেজের সৌভিক দাস, দ্বিতীয় শ্যামপুর কলেজের মুস্তাক মোল্লা, তৃতীয় শোভারানি মেমোরিয়াল কলেজের সুব্রত সিংহ। মেয়েদের ১০০ মিটারে প্রথম রামসদয় কলেজের সুনীতা পোল্লে, দ্বিতীয় জয়পুর কলেজের সুপ্রীতি সামন্ত, তৃতীয় শোভারানি মেমোরিয়ালের ঝুনু পাঁজা। ২০০ মিটারে ছেলেদের বিভাগে প্রথম দীনবন্ধু কলেজের সৌভিক দাস, দ্বিতীয় শ্যামপুর কলেজের মুস্তাক, তৃতীয় রামসদয় কলেজের শেখ আজিম আলি। ২০০ মিটারে মেয়েদের বিভাগে প্রথম শোভারানি কলেজের ঝুনু, দ্বিতীয় জয়পুর কলেজের সুপ্রীতি, তৃতীয় হয়েছে আন্দুল প্রভু জগদ্বন্দ্বু কলেজের মৌসুমী সামন্ত।

৪০০ মিটারে ছেলেদের মধ্যে প্রথম রামসদয় কলেজের শেখ আজিম, দ্বিতীয় জয়পুর কলেজের রাহুল রায়, তৃতীয় উলুবেড়িয়া কলেজের বিভাস মণ্ডল। এই বিভাগে মেয়েদের মধ্যে প্রথম রামসদয় কলেজের সুনীতা, দ্বিতীয় শ্যামপুর কলেজের পারমিতা মণ্ডল, তৃতীয় জয়পুর কলেজের লিসা মণ্ডল। ৮০০ মিটারে প্রথম নরসিংহ দত্ত কলেজের সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় রামসদয়ের রাজীব পোড়েল, তৃতীয় শোভারানি মেমোরিয়ালের গৌতম মল্লিক। এই বিভাগে মেয়েদের মধ্যে প্রথম রামসদয়ের মলিনা বৈদ্য, দ্বিতীয় জগদ্বন্দ্বু কলেজের অর্পিতা অধিকারী, তৃতীয় শ্যামপুরের সুপ্রিয়া গড়াই।

Advertisement

১০০, ২০০, ৪০০, ৮০০ মিটারে নজরকাড়ারাই সফল হয়েছেন ১৫০০ মিটারে। সবচেয়ে বেশি দূরত্বের এই বিভাগে ছেলেদের মধ্যে প্রথম নরসিংহ দত্তের সুদীপ্ত, দ্বিতীয় রামসদয়ের রাজীব, তৃতীয় হয়েছেন বেলুড় রামকৃষ্ণ মিশনের আদিত্য রায়। মেয়েদের মধ্যে প্রথম রামসদয়ের মলিনা, দ্বিতীয় জগদ্বন্দ্বু কলেজের অর্পিতা, তৃতীয় শ্যামপুর কলেজের সু্প্রিয়া।

ডিসকাস থ্রো বিভাগে অবশ্য নতুন চ্যাম্পিয়নের দেখা মিলেছে। এই বিভাগে প্রথম কানাইলাল ভট্টাচার্য কলেজের সায়ন্তন ঘোষ, দ্বিতীয় দীনবন্ধু কলেজের অয়ন দাস, তৃতীয় রামসদয় কলেজে প্রীতম মাঝি। দৌড় এবং ডিসকাস থ্রো ছাড়াও ছিল লং জাম্প, হাই জাম্প, জ্যাভলিন থ্রো, শটপাট-সহ বিভিন্ন ইভেন্টে। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগদ্বন্দ্বু কলেজের অধ্যক্ষ সুব্রত কুমার রায়, সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি নবনীতা নস্কর-সহ পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি স্তরের জনপ্রতিনিধিরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement