টাকা তছরুপ, হুমকিতে অভিযুক্ত বিএমওএইচ

হাসপাতালের অর্থ তছরুপ এবং এক কর্মীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল চণ্ডীতলা-২ ব্লকের স্বাস্থ্য আধিকারিকের (বিএমওএইচ) বিরুদ্ধে। মাস দেড়েক আগে প্রহ্লাদ অধিকারী নামে ওই বিএমওএইচ চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালের দায়িত্ব নেন। গত শনিবার হাসপাতালের স্বাস্থ্যকর্মী চৈতালি বাঙ্গাল প্রহ্লাদবাবুর বিরুদ্ধে ওই অভিযোগ দায়ের করেন থানায়। হুগলির মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমওএইচ)-কেও বিষয়টি জানান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চণ্ডীতল‌া শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৪ ০১:৫১
Share:

হাসপাতালের অর্থ তছরুপ এবং এক কর্মীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল চণ্ডীতলা-২ ব্লকের স্বাস্থ্য আধিকারিকের (বিএমওএইচ) বিরুদ্ধে। মাস দেড়েক আগে প্রহ্লাদ অধিকারী নামে ওই বিএমওএইচ চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালের দায়িত্ব নেন। গত শনিবার হাসপাতালের স্বাস্থ্যকর্মী চৈতালি বাঙ্গাল প্রহ্লাদবাবুর বিরুদ্ধে ওই অভিযোগ দায়ের করেন থানায়। হুগলির মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমওএইচ)-কেও বিষয়টি জানান।

Advertisement

শুক্রবার থেকে তিনি হাসপাতালে যাচ্ছেন না প্রহ্লাদবাবু। সোমবার তাঁর সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। তাঁর মোবাইল বন্ধ ছিল। তাঁর পরিবর্তে অন্য এক চিকিৎসক অস্থায়ী ভাবে হাসপাতালের দায়িত্ব পালন করছেন। কয়েক জন কর্মীর অভিযোগ, হাসপাতালের যাবতীয় ক্ষমতা কুক্ষিগত করে রাখতেন প্রহ্লাদবাবু। কার্যত একক সিদ্ধান্তে হাসপাতাল চালাতেন। নানা বিষয়ে অনিয়ম করতে থাকেন। সিএমওএইচ তনিমা মণ্ডল বলেন, “ওই বিষয়ে কিছু বলব না।” পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে।

হাসপাতালে যোগ দেওয়ার পর থেকেই প্রহ্লাদবাবু কর্মী এবং চিকিৎসকদের সঙ্গেও দুর্ব্যবহার শুরু করেন বলে অভিযোগ। এ নিয়ে স্বাস্থ্যকর্মীদের একাংশের সঙ্গে তাঁর বিরোধ বাধে। এর মধ্যে হাসপাতালের অ্যাকাউন্ট ম্যানেজার চৈতালি বাঙ্গালের সঙ্গে তাঁর বিরোধ চরমে ওঠে। থানায় দায়ের করা অভিযোগে চৈতালিদেবী জানিয়েছেন, নানা ভাবে সরকারি অর্থ তছরূপ করেছেন বিএমওএইচ। ক্ষমতার অপব্যবহার করে ওষুধ না কিনে ভুয়ো বিল জমা দেওয়ার নির্দেশ দেন। একই ভাবে কখনও গাড়ির তেলের ভুয়ো বিল দিয়ে টাকা তোলার নির্দেশ দেন। বিভিন্ন দোকানের নকল বিল বানান।

Advertisement

স্বাস্থ্যকর্তাদের কাছে ওই মহিলার অভিযোগ, বিএমওএইচ হাসপাতালের টাকায় বিভিন্ন জিনিস কিনতেন। কিন্তু অর্ধেক জিনিস হাসপাতলে আসত না। সম্প্রতি ডানকুনিতে তাঁর ভাড়াবাড়ির জন্য দু’টি চেয়ার, একটি টেবিল কিনে হাসপাতালের তহবিল থেকে টাকা মেটানোর নির্দেশ দেন। চৈতালিদেবী সিএমওএইচকে জানান, ভুয়ো বিল এবং ভাউচার তিনি দফতরে পাঠাতে অপারগ বলে জানানোয় বিএমওএইচ তাঁর চুক্তি নবীকরণ করা হবে না বলে হুমকিও দেন। জেলা পরিষদের স্থানীয় সদস্যেরাও সিএমওএইচের কাছে প্রহ্লাদবাবুর বিরুদ্ধে দুর্ব্যবহারের নালিশ জানান। সিএমওএইচ নিজে হাসপাতালে আসেন। তবে, অভিযোগ নিয়ে চৈতালিদেবী সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি। তিনি বলেন, “যা বলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন