উলুবেড়িয়ায় মুম্বই রোডে গাড়ি আটকে অবরোধ জনতার। ছবি: সুব্রত জানা।
মামারবাড়ি থেকে মায়ের সঙ্গে ফেরার সময় ডাম্পারের তলায় চাপা পড়ে মৃত্যু হল সাত বছরের একটি শিশুর। আরও চারটি শিশু-সহ মোট দশ জন আহত হন। তাঁদের মধ্যে শিশুটির মা ও মাসিও রয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটে উলুবেড়িয়ার কুলগাছিয়া এলাকায়। মৃতের নাম আনিসুল জমাদার। বাড়ি কুলগাছিয়ার বামনহাটি এলাকায়। দুর্ঘটনার পরে ওই এলাকায় ট্র্যাফিক পুলিশ মোতায়নের দাবিতে স্থানীয় বাসিন্দারা প্রায় এক ঘণ্টা মুম্বই রোড অবরোধ করেন। পুলিশ দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ ওঠে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আনিসুরের মামারবাড়ি উলুবেড়িয়ার নিমদিঘি এলাকায়। মা ও মাসির পরিবারের সঙ্গে সে এ দিন একটি অটোতে কুলগাছিয়ায় আসে। রাস্তার ধারে পার হওয়ার জন্য সকলে দাঁড়িয়েছিলেন। তখন বৃষ্টিও হচ্ছিল। কোলাঘাটমুখী খালি ডাম্পারটি দ্রুত বেগে আসার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ডিভাইডারে মেরে ঘুরে য়া। তার পরে রাস্তার ধারে থাকা কয়েক জনকে ধাক্কা মেরে উল্টে যায়। আনিসুর-সহ কয়েকজন এবং একটি মোটরবাইকও তার তলায় চাপা পড়ে যায়। স্থানীয়েরা দ্রুত ডাম্পার থেকে দড়ি বার করে অন্য একটি লরির সাহায্যে ডাম্পারটিকে সোজা করে দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা আনিসুরকে মৃত ঘোষণা করেন। এর পরেই শুরু হয় অবরোধ।
স্থানীয় লোকজনের অভিযোগ, এলাকাটি দুর্ঘটনাপ্রবণ। কয়েক মাস আগেও দুর্ঘটনা ঘটেছে। সে বারেও ট্র্যাফিক পুলিশ মোতায়েনের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু কোনও কাজ হয়নি। জেলা পুলিশের এক কর্তা জানান, ওই এলাকায় ট্র্যাফিক পুলিশ মোতায়নের চেষ্টা চলছে।
হাসপাতালে চিকিৎসাধীন আনিসুরের মাসি আইফাতুন বেগম বলেন, ‘‘তিন মাসের মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখি গাড়িটি আমাদের দিকে ছুটে আসছে। সরে যেতে চেষ্টা করলে পিছন থেকে গাড়িটি ধাক্কা মারে। ছিটকে পড়ে কোলের শিশু। চাপা পড়ে যায় গাড়ির নীচে। এর পরে আর কিছু মনে নেই।’’