এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হল উলুবেড়িয়ার বাসুদেবপুরে। পুলিশ জানিয়েছে, মৃত সুর্পণা কাঁড়ার (১৮) উলুবেড়িয়া কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। পড়শি পরিবারের ৬ জনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম বরুণ পাল ও তরুণ পাল। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।