যোগাসন নিয়ে আলোচনা কলেজে

শ্রীরামপুর কলেজের দর্শন বিভাগ ও যোগদা সঙ্ঘ সোসাইটি অব ইন্ডিয়ার উদ্যোগে সম্প্রতি এক আলোচনাচক্র হয়ে গেল। কলেজের কেরি লাইব্রেরি ও রিসার্চ সেন্টারের হলঘরে ওই অনুষ্ঠান হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৫ ০১:৪১
Share:

শ্রীরামপুর কলেজের দর্শন বিভাগ ও যোগদা সঙ্ঘ সোসাইটি অব ইন্ডিয়ার উদ্যোগে সম্প্রতি এক আলোচনাচক্র হয়ে গেল। কলেজের কেরি লাইব্রেরি ও রিসার্চ সেন্টারের হলঘরে ওই অনুষ্ঠান হয়। আলোচনার বিষয় ছিল— ‘জীবনের জন্য যোগাসন’। পরমহংস যোগদানন্দ এই কলেজ থেকে স্নাতক হন ১৯১৫ সালে। তারই ১০০ বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Advertisement

কলেজের দর্শন বিভাগের প্রধান প্রভাকর ভট্টাচার্য জানান, যোগদানন্দের আসল নাম মুকুন্দলাল ঘোষ। এই নামেই তিনি কলেজ থেকে পাশ করেন। কলেজের অধ্যক্ষ লাল্টলুঅ্যাংগ্লিয়ানা খিয়াঙ্গটে যোগাসনের তাৎপর্য ব্যাখ্যা করেন। ব্রহ্মচারী অচ্যুতানন্দ, ব্রহ্মচারী নিগমানন্দ, স্বামী শুদ্ধানন্দ গিরি বক্তব্য রাখেন। অচ্যুতানন্দ ধ্যান সংক্রান্ত বিষয়ে আলোকপাত করেন। ধ্যানের মাধ্যমে মানসিক শান্তির দিক ব্যাখ্যা করেন নিগমানন্দ। কয়েকশো ছাত্রছাত্রী অনুষ্ঠানে যোগদান করেন। স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের অনেকে উপস্থিত ছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement