-নিজস্ব চিত্র।
বাড়ির মধ্য থেকে নিখোঁজ হয়ে গিয়েছে বছর দেড়েকের একটি শিশু। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উলুবেড়িয়ার কুলগাছিয়ার পোটোপাড়ায়। পরিবারের তরফে উলুবেড়িয়া থানায় নিখোঁজ ডায়েরির পাশাপাশি দুই প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ওই দুই প্রতিবেশীকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উলুবেড়িয়ায় ওড়িশা ট্রাঙ্ক রোডের ধারে চিত্রকর পরিবারের বাড়ির। মা শিপ্রাদেবী ও বাবা মহাদেববাবুর দুই সন্তানের মধ্যে শুভম ছোট। একই বাড়িতে শাশুড়ি ও মহাদেববাবুর দাদাও সস্ত্রীক থাকেন। কুলগাছিয়ার সুপার মার্কেটে মহাদেববাবুর একটি জিম রয়েছে। মঙ্গলবার দুপুর নাগাদ ঘটনার সময় তিনি জিমে ছিলেন। মা শিপ্রাদেবী জানান, তিনি রান্নাঘরে ছিলেন। শুভম উঠোনে খেলা করছিল। পাছে এ দিক ওদিক চলে যায় সে জন্য একটি খুঁটির সঙ্গে শুভমকে কোমরে দড়ি দিয়ে বেঁধে দেন। বাড়ির অন্যরা কাজে ব্যস্ত ছিলেন। বেলা ১২টা নাগাদ শাশুড়ি অঞ্জলি দেবী ছেলের কাছে বসে খাচ্ছিলেন। খাওয়ার পরে তিনি বাড়ির পাশে নলকূপে বাসন ধুতে যান। কিছুক্ষণ পরে তিনি দেখেন খুঁটির দড়ি কাটা পড়ে আছে। শুভম সেখানে নেই। এরপর চারপাশে খোঁজাখুঁজি শুরু করে দেন তাঁরা। আসপাশের বাড়ির লোকজনকেও জিজ্ঞাসা করেন। কিন্তু কোথাও শুভমকে না পেয়ে থানায় নিঁখোজ ডায়েরি করেন শুভমের পরিবার। দুই প্রতিবেশীকে সন্দেহ হওয়ায় তাঁদের বিরুদ্ধেও থানায় অভিযোগ দায়ের করা হয়।
পুলিশ জানিয়েছে, সমীর দে ও জ্যোৎস্না চিত্কর নামে ওই দুই পড়শিকে েগ্রফতার করা হয়েছে। জ্যোৎস্নাদেবী শুভমের দূরসম্পর্কে কাকিমা।