Howrah

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হাওড়া জুট মিল, কর্মহীন আড়াই হাজার শ্রমিক

মঙ্গলবার সকালে ‘সাসপেনশন অব ওয়ার্ক’-এর নোটিস ঝুলিয়ে দেওয়া হয়। কাঁচা মালের অভাবের কারণেই মিল বন্ধের সিদ্ধান্ত বলে জানিয়েছে মালিকপক্ষ।

Advertisement
হাওড়া শেষ আপডেট: ১১ মে ২০২১ ১৩:৫২
Share:

নিজস্ব চিত্র।

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল হাওড়া জুট মিল। কর্মহীন হলেন আড়াই হাজার শ্রমিক। মঙ্গলবার সকালে ‘সাসপেনশন অব ওয়ার্ক’-এর নোটিস ঝুলিয়ে দেওয়া হয় মিলের গেটে। কাঁচা মালের অভাবের কারণেই মিল বন্ধের সিদ্ধান্ত বলে জানিয়েছে মালিকপক্ষ। মিল বন্ধ হতেই কর্মীরা বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে আসে শিবপুর থানার পুলিশ।

Advertisement

কর্মীদের অভিযোগ, গত বছর লকডাউনের সময়কালে প্রায় ৯ মাস বন্ধ ছিল মিল। তার আগেও বেশ কয়েক বার বন্ধ হয়েছে। ৩ মাস আগে মিল খুললেও সঠিক সময়ে মজুরি পাওয়া যাচ্ছিল না। জুটমিলের কর্মী সত্যেন্দ্র প্রসাদ জানান, সপ্তাহে ৪ দিন চলছিল মিলটি। এখন বন্ধ হয়ে সমস্যা আরও বাড়ল। আরেক কর্মী ঘনশ্যাম রায় জানান, সম্প্রতি কম কর্মী নিয়ে ২ শিফটেই কাজ শুরু হয়েছিল। রাজ্য সরকার ৩০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে বলেছে। তা হলে বাকি ৭০ শতাংশ শ্রমিক কোথায় যাবে? একদিকে বাজারে জিনিসপত্রের দাম আগুন। তার মধ্যে মিল বন্ধে সমস্যা আরও বাড়ল।

১১ এপ্রিল বন্ধ হয়ে যায় ঘুসুড়ির শ্রী হনুমান জুটমিল। সেখানেও প্রায় আড়াই হাজার শ্রমিক কাজ হারিয়ে সমস্যার মুখে পড়েছেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন