Nabanna Abhijan

হাই কোর্টের কড়া নির্দেশের পর নবান্ন অভিযানের অনুমতিই দিল না পুলিশ! মিছিল হলে কী করা হবে, জানালেন কমিশনার

হাওড়ায় মঙ্গলাহাটের দিনে এলাকায় জমায়েত-মিছিল করা যাবে না বলে আগেই নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। উচ্চ আদালতের সেই নির্দেশের পরে সংগ্রামী যৌথ মঞ্চকে নবান্ন অভিযানের অনুমতিই দিল না হাওড়া সিটি পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১৭:৫৮
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

হাওড়ায় মঙ্গলাহাটের দিনে এলাকায় জমায়েত-মিছিল করা যাবে না বলে আগেই নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। উচ্চ আদালতের সেই নির্দেশের পরে সংগ্রামী যৌথ মঞ্চকে নবান্ন অভিযানের অনুমতিই দিল না হাওড়া সিটি পুলিশ।

Advertisement

বঞ্চিত চাকরিপ্রার্থীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ নবান্ন অভিযানের ডাক দিয়ে গত ১২ জুলাই পুলিশকে চিঠি দিয়েছিল। শনিবার কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠী জানান, সব দিক বিবেচনা করে তাঁরা নবান্ন অভিযানের অনুমতি দেননি।

সংগ্রামী যৌথ মঞ্চ নবান্ন অভিযানের ডাক দেওয়ার পরেই হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মঙ্গলাহাটের ব্যবসায়ীরা। তাঁদের বক্তব্য ছিল, সপ্তাহে সোম এবং মঙ্গলবার হাট বসে। আর ওই দুই দিনেই বার বার নবান্ন অভিযান হচ্ছে। এতে তাঁদের ব্যবসা লাটে উঠেছে। আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। সেই মামলায় হাই কোর্ট জানিয়ে দেয়, হাটের দিনে জমায়েত-মিছিল করা যাবে না মঙ্গলাহাটের এলাকায়। নির্দেশের অন্যথা হলে পুলিশকেও কড়া পদক্ষেপ করতে বলেছেন বিচারপতি। তার পরেই পুলিশ জানিয়ে দিল, ২৮ জুলাই নবান্ন অভিযান তারা করতে দেবে না।

Advertisement

তার পরেও অভিযান হলে কী করা হবে, তা-ও জানিয়ে দিয়েছেন কমিশনার। তিনি বলেন, ‘‘আন্দোলনকারীরা যাতে কোনও ভাবে মিছিল করে নবান্নের দিকে এগোতে না পারেন, তার জন্য শুরু হয়েছে লোহার ব্যারিকেড তৈরির কাজ। লোহার বিম ঢালাই করে ফোরশোর রোডে রামকৃষ্ণপুর ঘাট মোড়ে বসানো হচ্ছে। এ ছাড়াও রাস্তা ড্রিল মেশিন দিয়ে গর্ত করে গজাল দিয়ে ব্যারিকেড মজবুত করে বসানো হবে।’’

মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতি (সেন্ট্রাল)-এর সাধারণ সম্পাদক রাজকুমার সাহা বলেন, ‘‘পর পর দু’সপ্তাহ হাটের দিন নবান্ন অভিযানের জন্য আর্থিক ক্ষতি হয়েছে। এ বার প্রশাসনের পক্ষ থেকে দোকানপাট বন্ধ রাখতে বলা হয়। তখন বাধ্য হয়ে আমরা উচ্চ আদালতের দ্বারস্থ হই। বিচারপতি নির্দেশ দেন, হাট চত্বরে কোনও জমায়েত করা যাবে না। সে ক্ষেত্রে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে। এই রায়ে আমরা খুশি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement