HS

আগামী বছর উচ্চ মাধ্যমিক শুরু ১২ মার্চ, প্রকাশিত হল নির্ঘণ্ট

এই বিজ্ঞপ্তি জারির আগেই অবশ্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে পরীক্ষার সূচি দিয়েছিলেন। কিছু ক্ষণের মধ্যেই উচ্চ শিক্ষা সংসদের ওয়েবসাইটে ওই নির্ঘণ্ট প্রকাশ করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ জুন ২০১৯ ২০:৪৩
Share:

২০২০ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ১২ মার্চ শুরু হয়ে শেষ হবে ২৭ মার্চ।

আগামী বছরের উচ্চ মাধ্যমিকের নির্ঘণ্ট প্রকাশিত হল। ২০২০ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ১২ মার্চ শুরু হয়ে শেষ হবে ২৭ মার্চ। শুক্রবার এ বিষয়ে বিবৃতি জারি করেছে উচ্চ শিক্ষা সংসদ।

Advertisement

ওই নির্দেশিকায় বলা হয়েছে— ২০২০ সালের ১২ মার্চ প্রথম ভাষা এবং ১৪ মার্চ দ্বিতীয় ভাষার পরীক্ষা হবে। ১৬ মার্চ: জীববিদ্যা, বিজনেস স্টাডিস, রাষ্ট্রবিজ্ঞান। ১৭ মার্চ: হেল্থ কেয়ার, অটো মোবাইল, অর্গানাইজড রিটেলিং, সিকিউরিটি, আইটি অ্যান্ড আইটিজ— ভোকেশনাল সাবজেক্ট। ১৮ মার্চ: গণিত, মনোবিদ্যা, নৃতত্ত্ব, কৃষিবিদ্যা, ইতিহাস। ১৯ মার্চ: কম্পিউটার বিজ্ঞান, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশ বিজ্ঞান, স্বাস্থ্য ও শারীরশিক্ষা, সঙ্গীত ও ভিস্যুয়াল আর্টস। ২১ মার্চ: কমার্শিয়াল ল অ্যান্ড অডিটিং, দর্শনশাস্ত্র ও সমাজবিজ্ঞান। ২৩ মার্চ: পদার্থবিদ্যা, পুষ্টি বিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান ও হিসাবশাস্ত্র। ২৫ মার্চ: রসায়ন, অর্থনীতি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পারসি, আরবি ও ফরাসি। ২৭ মার্চ: পরিসংখ্যান বিজ্ঞান, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট ও ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।

এই বিজ্ঞপ্তি জারির আগেই অবশ্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে পরীক্ষার সূচি দিয়েছিলেন। কিছু ক্ষণের মধ্যেই উচ্চ শিক্ষা সংসদের ওয়েবসাইটে ওই নির্ঘণ্ট প্রকাশ করা হয়।

Advertisement

আরও পড়ুন, সারদার লাল ডায়েরি, পেনড্রাইভ কোথায়? ৪ ঘণ্টা সিবিআইয়ের জেরা রাজীবকে, ফের তলবের সম্ভাবনা


উচ্চ মাধ্যমিকের নির্ঘণ্ট।

(পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বাংলায় খবর জানতে পড়ুন আমাদের রাজ্য বিভাগ। )

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন