শিক্ষক-অনশন যাদবপুরে

নিয়ম ভেঙে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী ডিন নিয়োগের অভিযোগে অনশনে বসলেন শিক্ষক সংগঠন আবুটা-র প্রতিনিধিরা। মঙ্গলবার যখন কর্মসমিতির বৈঠক চলছে, তখনই ঘরের বাইরে অনশন করেন তাঁরা।

Advertisement

নিজস্ব সংবাদাদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৬ ০২:৫৮
Share:

নিয়ম ভেঙে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী ডিন নিয়োগের অভিযোগে অনশনে বসলেন শিক্ষক সংগঠন আবুটা-র প্রতিনিধিরা। মঙ্গলবার যখন কর্মসমিতির বৈঠক চলছে, তখনই ঘরের বাইরে অনশন করেন তাঁরা। বেলা ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে কর্মসূচি। নিয়ম অনুযায়ী প্রবীণতম শিক্ষককেই ডিন-পদে নিয়োগ করা হয়। সম্প্রতি সেই নিয়ম ভেঙে নবীনদের নিয়োগ করা হয় বলে অভিযোগ। এ বিষয়ে আচার্যও বিশ্ববিদ্যালয়ের পাশে দাঁড়ান। উপাচার্য সুরঞ্জন দাস মঙ্গলবার বলেন, ‘‘সকলেরই গণতান্ত্রিক অধিকার আছে। তবে দুঃখের সঙ্গে বলি, নিয়ম মেনেই যে ডিন নিয়োগ হয়েছে, আচার্য সেটা জানিয়ে দিয়েছেন। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছ থেকেও আইনি পরামর্শ নেওয়া হয়েছিল। তার পরেও এই অনশনের অর্থ এটাই দাঁড়ায় যে, আচার্যের সঙ্গে শিক্ষকেরা সহমত হচ্ছেন না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন