এক অফিস থেকে অন্য অফিসে ছোটাছুটি করে পেনশন আদায়ের ঝক্কি থেকে রেহাই পেতে চলেছেন স্কুলশিক্ষকেরা। তাঁদের জন্য ই-পেনশন চালু করছে স্কুলশিক্ষা দফতর। বিকাশ ভবনের খবর, ১ এপ্রিলের পরে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের যে-সব শিক্ষক অবসর নেবেন, তাঁদের পেনশন প্রক্রিয়ার পুরো কাজই হবে অনলাইনে। হাওড়া, উত্তর ২৪ পরগনায় এটা শুরু হচ্ছে। স্কুলশিক্ষা দফতরের এক কর্তা জানান, গোটা প্রক্রিয়াটিই চলবে স্কুল থেকে। ই-মেলে সমস্ত নথি পৌঁছে যাবে স্কুলশিক্ষা দফতরে। নির্ধারিত দিনের মধ্যে কাজ শেষ করে পেনশন দেওয়া শুরু হবে।