সুনীলের ‘বেআইনি’ প্রকাশে ব্যথিত স্ত্রী

বেআইনি ভাবে সুনীল গঙ্গোপাধ্যায়ের কিছু লেখা প্রকাশের অভিযোগ নিয়ে বিতর্কের সূত্রপাত। যার জেরে এ বার একটি পত্রিকার সম্পাদককে আইনি চিঠি দিল কবির পরিবার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৬ ০৩:২২
Share:

বেআইনি ভাবে সুনীল গঙ্গোপাধ্যায়ের কিছু লেখা প্রকাশের অভিযোগ নিয়ে বিতর্কের সূত্রপাত। যার জেরে এ বার একটি পত্রিকার সম্পাদককে আইনি চিঠি দিল কবির পরিবার।

Advertisement

পত্রিকাটির তরফে কয়েক দিন ধরেই বিজ্ঞাপনে সুনীলের ‘অপ্রকাশিত’ রচনা প্রকাশ করা হবে বলে নতুন সংখ্যার প্রচার করা হচ্ছিল। ঠিক কোন লেখাগুলি ওই সংখ্যার অন্তর্ভুক্ত তা স্পষ্ট নয়। আজ, রবিবার সুনীলের পঞ্চম তিরোধান দিবস। ঠিক তার আগে এই ঘটনায় তিনি ব্যথিত বলে জানিয়েছেন কবি-জায়া স্বাতী গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, ‘‘কোন লেখা ওঁরা ছাপছেন বলতে পারব না। তবে আমাদের কাছে কেউ অনুমতি চাননি। এটা বেআইনি তো বটেই। এই অভদ্রতায় আমি খুব কষ্ট পেয়েছি।’’ সুনীল-পুত্র সৌভিক গঙ্গোপাধ্যায় আইনি চিঠিটি পাঠিয়েছেন।

যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেই পত্রিকাটির প্রকাশক বীজেশ সাহার দাবি, সুনীলের লেখা কিছু চিঠি ও গদ্য লেখকের সুহৃদদের তরফেই কেউ কেউ তাঁদের ছাপতে দেন। বীজেশের কথায়, ‘‘আমাদের মনে হয়নি, এর জন্য অনুমতি নেওয়া প্রয়োজন। এ তো সুনীলের সৃষ্টি সংরক্ষণেরই অঙ্গ। আমরাও এ নিয়ে আইনি ভাবে লড়ব।’’ সুনীলের কয়েকটি চিঠি আগে দু’টি সংখ্যায় ওঁরা প্রকাশ করেছেন বলেও জানান বীজেশ। এর আগেও সুনীল-সম্পাদিত কৃত্তিবাস-পত্রিকার নাম ব্যবহার করে পত্রিকা প্রকাশ করে ওই প্রকাশকরা বিতর্কে জড়ান। তবে কবির প্রয়াণ দিবসে তাঁদের পত্রিকার নতুন সংখ্যায় আপাতত লেখকের কোনও রচনা প্রকাশ করছেন না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement