Ecofriendly Project Ecogenic

মণ্ডপের বর্জ্য থেকে তৈরি হবে জ্বালানি! পুরসভার সঙ্গে হাত মিলিয়ে পুজোয় নয়া প্রযুক্তি আনছে টালা প্রত্যয়

ফিরহাদ জানিয়েছেন, আপাতত পাঁচ টন বর্জ্য নিয়ে পরীক্ষামূলক ভাবে মণ্ডপ সংলগ্ন এলাকায় এই প্রযুক্তির ব্যবহার করা হবে। সফল হলে পরে হাইওয়ের ধারে ধারেও এই যন্ত্রগুলি বসানো হবে। সেখান থেকে বর্জ্য সংগ্রহ করে তা জ্বালানিতে পরিণত করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫৫
Share:

(বাঁ দিকে) সাংবাদিক বৈঠকে ফিরহাদ হাকিম। টালা প্রত্যয়ের পুজো (ডান দিকে) — নিজস্ব চিত্র।

এ বার পুজোয় টালা প্রত‍্যয়ের সঙ্গে যৌথ উদ্যোগে নতুন এক পরিবেশবান্ধব প্রযুক্তি আনতে চলেছে কলকাতা পুরসভা। চলতি বছরের পুজোতেই ‘ইকোজেনিক’ নামে এই নতুন প্রযুক্তির ব্যবহার দেখা যাবে। এতে পুজোমণ্ডপ সংলগ্ন এলাকায় ইতস্তত ছিটিয়ে থাকা কঠিন বর্জ্যকে ব্যবহারযোগ্য জ্বালানি বা কাঠকয়লায় পরিণত করা হবে। সোমবার সাংবাদিক বৈঠক করে এমনটাই ঘোষণা করলেন মেয়র ফিরহাদ হাকিম।

Advertisement

ফিরহাদ জানিয়েছেন, আপাতত পাঁচ টন বর্জ্য নিয়ে পরীক্ষামূলক ভাবে মণ্ডপ সংলগ্ন এলাকায় এই প্রযুক্তির ব্যবহার করা হবে। সফল হলে পরে হাইওয়ের ধারে ধারে এই যন্ত্রগুলি বসানো হবে। সেখান থেকে বর্জ্য সংগ্রহ করে তা জ্বালানিতে পরিণত করা হবে। এই পদ্ধতিতে যে কাঠকয়লা তৈরি হবে, তা তাপবিদ্যুৎ কেন্দ্র, ফার্নেস, সিমেন্ট তৈরির কারখানা কিংবা অন্যান্য শিল্পক্ষেত্রে কাজে লাগানো হবে।

এই যন্ত্র ব্যবহার করলে বর্জ্য আলাদা করে পরিবহণ করতে হবে না। যেখানে যন্ত্রটি রয়েছে, সেখানেই বর্জ্য প্রক্রিয়াকরণ করা হবে। মেয়র জানিয়েছেন, যদি এই প্রযুক্তির ব্যবহার সফল হয়, তা হলে ভবিষ্যতে নানা ক্ষেত্রে কাজে লাগানো যাবে এই প্রযুক্তিকে।

Advertisement

ফিরহাদের কথায়, ‘‘আপাতত পাঁচ টন বর্জ্য নিয়ে পাইলট প্রজেক্টটি শুরু হবে। তবে পরবর্তী কালে এর পরিধি বাড়ানোর কথা ভাববে কলকাতা পুরসভা।’’ এ হেন অভিনব উদ্যোগের জন্য টালা প্রত্যয়কে ধন্যবাদও জানিয়েছেন মেয়র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement