Malda Murder

পণের দাবি! বিয়ের ছ’মাসের মাথায় বধূকে ‘খুন’, মালদহে গ্রেফতার স্বামী এবং শ্বশুর-শাশু়ড়ি

বিয়ের ছ’মাসের মাথায় বধূকে খুনের অভিযোগ উঠল স্বামী-সহ শ্বশুর বাড়ির বিরুদ্ধে। পণ না পাওয়ায় বিষ খাইয়ে করিয়ে খুন করা হয় বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৫ ১৮:৫২
Share:

—প্রতীকী চিত্র।

বিয়ের ছ’মাসের মাথায় বধূকে খুনের অভিযোগ উঠল স্বামী-সহ শ্বশুর বাড়ির বিরুদ্ধে। পণ না পাওয়ায় বিষ খাইয়ে করিয়ে খুন করা হয় বলে অভিযোগ। মালদহের চাঁচল থানার হজরতপুর গ্রামের ঘটনা। মৃতার নাম মিলি খাতুন (১৯)। বধূ খুনের অভিযোগের পর তদন্তে পুলিশ। গ্রেফতার করা হয় স্বামী মাসরেকুল আলম, শ্বশুর আলাউদ্দিন ও শাশুড়ি আবেদা বিবিকে। শনিবার চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতাল থেকে দেহ ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

মৃতার বাবার বাড়ি চাঁচল থানা এলাকার রাঙাইপুর গ্রামে। মৃতের পরিবারের সদস্য জানান, বিয়ের সময় থেকেই পণের দাবি করছিলেন জামাই। এ নিয়ে মিলির খাতুনের উপর শারীরিক এবং মানসিক অত্যাচার করা হচ্ছিল। শুক্রবার রাতে খাবারের সঙ্গে বিষ খাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ মৃত মিলি খাতুনের পরিবারের সদস্যদের।

রাতেই গুরুতর অসুস্থ অবস্থায় চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে মিলিকে ভর্তি করানো হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। মৃত্যু হয় মিলির। এর পরেই মিলির পরিবার স্বামী এবং শ্বশুর-শ্বাশুড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে চাঁচল থানায় লিখিত অভিযোগ করে। তার ভিত্তিতেই অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। তাঁদের শাস্তির দাবি জানিয়েছে মিলির পরিবার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement