Coronavirus in West Bengal

ফের রাজ্যে বিদেশি স্ট্রেন

স্বাস্থ্য দফতর সূত্রের খবর, এ বার যে চার জনের শরীরে বিদেশি স্ট্রেনের হদিস মিলেছে, সকলেই পুরুষ। বয়স চল্লিশের কাছাকাছি। কলকাতা ও আশেপাশের জেলার বাসিন্দা তাঁরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২১ ০৬:১৬
Share:

প্রতীকী চিত্র।

ফের রাজ্যে মিলল করোনার বিদেশি স্ট্রেন। এ বার একই সঙ্গে ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকার স্ট্রেন মিলেছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে।

Advertisement

মাস তিনেক আগে শহরে আসা এক যুবকের শরীরে মিলেছিল ব্রিটেন স্ট্রেন। তিনি এখন সুস্থ। তার পরে ফের রাজ্যে নয়া স্ট্রেন মেলায় উদ্বিগ্ন স্বাস্থ্য আধিকারিকদের একাংশও। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, এ বার যে চার জনের শরীরে বিদেশি স্ট্রেনের হদিস মিলেছে, সকলেই পুরুষ। বয়স চল্লিশের কাছাকাছি। কলকাতা ও আশেপাশের জেলার বাসিন্দা তাঁরা। ওই চার যাত্রী দিন দশেক আগে যে উড়ানে কলকাতায় এসেছিলেন, তার অন্য যাত্রীদেরও লালারসের নমুনা পরীক্ষা করা হয়। তাতে মোট ১১ জনের কোভিড রিপোর্ট পজ়িটিভ আসতেই, সেগুলি জিনোম সিকোয়েন্সের জন্য কল্যাণীতে পাঠানো হয়। শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের এক কর্তা জানান, শুক্রবার গভীর রাতে কল্যাণী থেকে রিপোর্ট আসার পরেই জানা যায় চার যাত্রীর মধ্যে তিন জন ব্রিটেন স্ট্রেন এবং এক জন দক্ষিণ আফ্রিকার স্ট্রেনে আক্রান্ত। শনিবার ব্রিটেন স্ট্রেনে আক্রান্ত এক জনকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বাড়িতেই রয়েছেন। চার আক্রান্তের সংস্পর্শে কারা এসেছিলেন, জানতে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে ওই উড়ানের যাত্রীদের তালিকা চাওয়া হবে বলেও জানাচ্ছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা।

ফের বিদেশি স্ট্রেনের হদিস মেলায় রাজ্যের স্বাস্থ্য দফতরের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক অনির্বান দলুই বলেন, ‘‘মানুষ ভাবছেন ব্রিটেন স্ট্রেন মিললেই খারাপ, না হলে কিছু নয়। করোনা পরিস্থিতি ঠিক আছে, তা ভাবার কারণ নেই। এখানে যে ভাইরাসটি রয়েছে, সেটিও মিউটেট হয়ে আরও খারাপ হতেই পারে। রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ আসার আশঙ্কাও রয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement