শাহ-মোদী আসতে পারেন প্রতি মাসেই

দলীয় সূত্রের খবর, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং কলেজে পড়ুয়া ভর্তিতে দুর্নীতির প্রতিবাদে অগস্ট মাসের শুরুতে বিধানসভা অথবা নবান্ন অভিযান কর্মসূচি নেবে বিজেপি-র যুব মোর্চা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুলাই ২০১৮ ০৪:৫৪
Share:

অমিত শাহ রাজ্যে ঘুরে যাওয়ার পরেই আসছেন নরেন্দ্র মোদী। আবার তিনি চলে যাওয়ার পরেই ফের রাজ্যে আসতে পারেন শাহ। বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মঙ্গলবার এই দাবি করে বলেন, ‘‘আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন বলেই এত ঘন ঘন এখানে আসার পরিকল্পনা নিয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।’’

Advertisement

দলীয় সূত্রের খবর, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং কলেজে পড়ুয়া ভর্তিতে দুর্নীতির প্রতিবাদে অগস্ট মাসের শুরুতে বিধানসভা অথবা নবান্ন অভিযান কর্মসূচি নেবে বিজেপি-র যুব মোর্চা। সেখানে ওই মোর্চার সর্বভারতীয় সভানেত্রী পুনম মহাজন থাকতে পারেন। পাশাপাশি, ওই কর্মসূচির অঙ্গ হিসাবেই ওই দিন কলকাতায় জনসভা করতে পারেন বিজেপি সভাপতি শাহ।

দিলীপবাবু জানান, আগামী সোমবার মেদিনীপুরে সভা করে যাওয়ার পর চলতি বছরেই রাজ্যে আরও পাঁচটি সভা করতে পারেন প্রধানমন্ত্রী। বিজেপি পশ্চিমবঙ্গকে পাঁচটি জোনে ভাগ করেছে। উত্তরবঙ্গ, নদিয়া-মুর্শিদাবাদ-উত্তর ২৪ পরগনা, কলকাতা-উত্তর শহরতলি-দক্ষিণ ২৪ পরগনা, রাঢ় বঙ্গ এবং হাওড়া-হুগলি-দুই মেদিনীপুর। দিলীপবাবুর বক্তব্য, ওই পাঁচটি জোনের প্রতিটিতে প্রধানমন্ত্রীর একটি করে জনসভার পরিকল্পনা করা হয়েছে। তবে সেগুলি এখনও চূড়ান্ত হয়নি।

Advertisement

রাজ্য বিজেপি-র একাংশের মতে, ওই পরিকল্পনা অনুযায়ী সব ক’টি সভা শেষ পর্যন্ত হলে চলতি বছরের বাকি সময়ে প্রতি মাসে এক বার করে রাজ্যে আসতে হবে মোদী বা শাহকে। যার ফলে লোকসভা ভোটের আগে তৃণমূল বিরোধী মানুষের আস্থা অর্জন এবং শাসক দলের উপর চাপ বাড়ানো সহজ হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement