ক্যাম্পাস

নম্বর বাধা নয়

মার্কশিট শেষ কথা বলে না। চাই আপনার উপযোগী পেশার সন্ধান। যাতে আপনি পেতে পারেন ঠিক প্রশিক্ষণ। এ বার ফিজিওথেরাপি। ব্যায়াম-সহ নানা উপায়ে রোগ নিরাময়ের পদ্ধতি ফিজিওথেরাপি। হাড় বা স্নায়ুর রোগ, খেলার মাঠে চোট সারাতে কার্যকর। নানা প্রতিষ্ঠানে সাড়ে চার বছরের ‘ব্যাচেলর অব ফিজিওথেরাপি’ কোর্স পড়ানো হয়। শেষ ছ’মাস করতে হয় ইন্টার্নশিপ।ব্যায়াম-সহ নানা উপায়ে রোগ নিরাময়ের পদ্ধতি ফিজিওথেরাপি। হাড় বা স্নায়ুর রোগ, খেলার মাঠে চোট সারাতে কার্যকর। নানা প্রতিষ্ঠানে সাড়ে চার বছরের ‘ব্যাচেলর অব ফিজিওথেরাপি’ কোর্স পড়ানো হয়। শেষ ছ’মাস করতে হয় ইন্টার্নশিপ।

Advertisement
শেষ আপডেট: ২১ মে ২০১৫ ০২:৪৩
Share:

কলকাতা: বনহুগলিতে সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অফ অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপড-এ ভর্তি হতে জাতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষা দিতে হয়। মে-জুনে সংবাদপত্র ও ওয়েবসাইটে পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়া হয়। উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান নিয়ে ৫০% নম্বর পেলে পরীক্ষায় বসা যাবে। এ ছাড়া, নন্দ মল্লিক লেনে নোপানি ইনস্টিটিউট অব হেল্থ কেয়ার স্টাডিজ-এ ডিগ্রি কোর্সে আসন ৪০টি। উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান নিয়ে ৫০% নম্বর পেলে আবেদন করা যায়। ফি বছরে ৪২ হাজার টাকা।

Advertisement

বর্ধমান: বর্ধমান ইনস্টিটিউট অফ মেডিক্যাল অ্যান্ড লাইফ সায়েন্সেস কোর্স, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে। উচ্চ মাধ্যমিকে রসায়ন, পদার্থবিদ্যা ও জীববিদ্যার লিখিত পরীক্ষায় ন্যূনতম ২৪, প্র্যাকটিক্যালে ৬ নম্বর পেলে এখানে সুযোগ মেলে। কোর্স ফি ১ লক্ষ ৪০ হাজার টাকা। আটটি সেমিস্টারে টাকা দেওয়া যায়।

Advertisement

হলদিয়া: হলদিয়া ইনস্টিটিউট অব অ্যালায়েড অ্যান্ড হেল্থ সার্ভিস-এর ডিগ্রি কোর্সে আসন সংখ্যা ৪০। এখানে সুযোগ পেতে বিজ্ঞান বিভাগে ৫০% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। আটটি সেমিস্টারে ১৮ হাজার টাকা করে দিতে হবে।

দুর্গাপুর: সাড়ে চার বছরের কোর্স করায় দুর্গাপুরের ‘প্যারামেডিক্যাল কলেজ।’ ভর্তি হতে হলে বিজ্ঞান নিয়ে উচ্চ মাধ্যমিকে ৪৫-৫০% নম্বর চাই। খরচ প্রায় ২ লক্ষ টাকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement