ভোট সংস্কার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান, দেশের নির্বাচন প্রক্রিয়ার সংস্কার করুক কেন্দ্র। সংস্কারের প্রথম ধাপ হিসেবে ভোট পরিচালনার জন্য পৃথক পরিকাঠামো গড়ে তোলা হোক।

Advertisement
শেষ আপডেট: ০২ জুন ২০১৬ ০৪:০৪
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান, দেশের নির্বাচন প্রক্রিয়ার সংস্কার করুক কেন্দ্র। সংস্কারের প্রথম ধাপ হিসেবে ভোট পরিচালনার জন্য পৃথক পরিকাঠামো গড়ে তোলা হোক। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, দেশ জুড়ে ভোট পরিচালনার জন্য নিজস্ব বাহিনী তৈরি করুক কমিশন। বাহিনীতে যাঁরা থাকবেন, তাঁরা শুধু লোকসভা ও বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনের কাজই করবেন। মুখ্যমন্ত্রীর যুক্তি, কেন্দ্র ও রাজ্যে পাঁচ বছর অন্তর ভোট হলেও রাজ্যের সরকার সাড়ে চার বছর কাজের সুযোগ পায়। আবার, এই সময়ের মধ্যে লোকসভা, পুরসভা ও পঞ্চায়েত ভোটের জন্য বেশির ভাগ অফিসারকে ভোটের কাজে যুক্ত করে করায় উন্নয়ন ব্যাহত হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement