Mamata Banerjee

নিউ টাউনে ২৫ একর জমিতে হবে নতুন সংস্কৃতিকেন্দ্র ‘বিশ্ব অঙ্গন’, মন্ত্রিসভার বৈঠকের পর ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার

নিউ টাউনে তৈরি হবে ‘ইন্টারন্যাশনাল ইনফর্মেশন টেকনোলজি, এন্টারটেনমেন্ট অ্যান্ড কালচারাল পার্ক’ (আইআইটিইসি পার্ক)। মুখ্যমন্ত্রী জানালেন, তারই বাংলা নাম হবে ‘বিশ্ব অঙ্গন’।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মে ২০২৫ ১৯:৫০
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

তাঁর উদ্যোগে নিউ টাউনে তৈরি হয়েছে বিশ্ব বাংলা কনভেশন সেন্টার। বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, নিউ টাউনেই এ বার আন্তর্জাতিক মানের সাংস্কৃতিক কেন্দ্র গড়ে উঠতে চলেছে। তার জন্য ২৫ একর জমি চিহ্নিত করা হয়েছিল। তাতে সিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা।

Advertisement

মমতা জানিয়েছেন, নিউ টাউনে নির্মিত হতে চলা এই সংস্কৃতিকেন্দ্রের পোশাকি নাম ‘ইন্টারন্যশনাল ইনফর্মেশন টেকনোলজি, এন্টারটেনমেন্ট অ্যান্ড কালচারাল পার্ক’ (আইআইটিইসি পার্ক)। বাংলা নাম হবে ‘বিশ্ব অঙ্গন’। কী হবে সেখানে? মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আন্তর্জাতিক মানের বিভিন্ন ধরনের ইভেন্ট করা যাবে ওই পার্কে। নির্মাণের মূল দায়িত্বে থাকবে হিডকো। জমির বিষয়টি চূড়ান্ত হয়ে গেল বুধবারের মন্ত্রিসভার বৈঠকে। এর পরেই দরপত্র ডাকা হবে হিডকোর তরফে। পিপিপি মডেলে গড়ে উঠবে ‘বিশ্ব অঙ্গন’।

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এ ব্যাপারে আমার কাছে অনেকেই দাবি জানিয়েছিলেন। কিন্তু কলকাতার কাছে ২৫ একর জমি খুঁজে পাওয়া মুখের কথা নয়। বিজিবিএস (বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন)-এর পর থেকেই আমরা জমি খোঁজা শুরু করেছিলাম। অবশেষে নিউ টাউনে ২৫ একর জমি পাওয়া গিয়েছে।’’ জমির আয়তন উল্লেখ করে মমতা বোঝাতে চান, বড় আকারেই এই প্রকল্প গড়ে তুলতে চাইছে রাজ্য সরকার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement