ভর্তি নিয়ে তদন্তদল গেল হাওড়ায়

বিক্ষোভকারীদের অভিযোগ, ওয়েবসাইটে বেশ কিছু নম্বর পর্যন্ত ভর্তি নিয়ে সমস্যা হচ্ছে না। কিন্তু তার পরেই ভর্তি নেওয়া বন্ধ হয়ে যাচ্ছে। অনেকে ফি দিয়েও ভর্তি হতে পারছেন না। গোটা ভর্তি প্রক্রিয়ায় বহিরাগতদের হাত রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৮ ০৬:২৩
Share:

প্রতীকী ছবি।

হাওড়া শিবপুরে দীনবন্ধু কলেজে ভর্তি সংক্রান্ত অস্বচ্ছতার অভিযোগ পেয়ে তদন্তকারী দল পাঠাল কলকাতা বিশ্ববিদ্যালয়। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে বিক্ষোভ দেখান কিছু পড়ুয়া এবং তাঁদের অভিভাবকেরা।

Advertisement

উৎপল দাস নামে এক অভিভাবক জানান, তাঁর ভাইপো ওই কলেজে ভর্তি হতে পারেননি। কারণ দ্বিতীয় বারের কাউন্সেলিংয়ে দুর্নীতি হয়েছে। আসন ফাঁকা রেখে অন্য ভাবে পড়ুয়া ভর্তি করা হয়েছে। স্বচ্ছতা ছিলই না। মঙ্গলবার রাতে শ’তিনেক পড়ুয়া কলেজের সামনের জিটি রোড অবরোধ করেন। তার পরে বুধবার ফের বেলা ১টা থেকে তিন ঘণ্টা অবরোধ করে রেখে বিক্ষোভ দেখান।

সহ-উপাচার্য দীপক কর জানান, ওই কলেজ শিবপুর থানার অন্তর্গত। সেখানে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে। সেই সব ফাইল চেয়েছিলেন তাঁরা। এ দিন সেগুলি আসার পরেই তদন্তকারী দল পাঠানো হয়। তাদের রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত হবে।

Advertisement

বিক্ষোভকারীদের অভিযোগ, ওয়েবসাইটে বেশ কিছু নম্বর পর্যন্ত ভর্তি নিয়ে সমস্যা হচ্ছে না। কিন্তু তার পরেই ভর্তি নেওয়া বন্ধ হয়ে যাচ্ছে। অনেকে ফি দিয়েও ভর্তি হতে পারছেন না। গোটা ভর্তি প্রক্রিয়ায় বহিরাগতদের হাত রয়েছে।

ভর্তির নামে টাকা চাওয়ার অভিযোগে বৃহস্পতিবার বালিঘাট এলাকায় এক অভিযুক্তকে হাতেনাতে গ্রেফতার করে সাদা পোশাকের পুলিশ। ধৃতের নাম জিৎ গঙ্গোপাধ্যায়। পুলিশ জানায়, স্বাগত সরখেল নামে বালির এক বাসিন্দা ওই দিন থানায় অভিযোগ করেন, জিৎ তাঁকে বেলুড় লালবাবা কলেজে বিকম (সাধারণ) বিভাগে ভর্তি করিয়ে দেওয়ার জন্য ১৫ হাজার টাকা চেয়েছেন। কিছু
টাকা দেওয়া হয়েছে। মোবাইলে কথাবার্তার রেকর্ড পুলিশকে দেন স্বাগত। পুলিশের পরামর্শে তিনি বালিঘাটে জিতের সঙ্গে দেখা করতে যান। সেখানে বাকি টাকা নিয়ে কথাবার্তার সময়েই গ্রেফতার করা হয় জিৎকে। কলেজের টিএমসিপি ইউনিটের প্রেসিডেন্ট বলে নিজের পরিচয় দেন জিৎ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন