হাতকাটা নাসিরুল্লা কি জালে

ওই মামলার তদন্ত করছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। তাদের একটি সূত্রের দাবি, বৃহস্পতিবার রাতে নাসিরুল্লা বাংলাদেশ পুলিশের হাতে ধরা পড়েছে বলে বেসরকারি ভাবে তারা খবর পেয়েছে। তবে শনিবার রাত পর্যন্ত বাংলাদেশ পুলিশ সরকারি ভাবে এ বিষয়ে কিছু জানায়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুলাই ২০১৭ ০২:৫৪
Share:

খাগড়াগড় বিস্ফোরণ মামলার বিচার ন’মাস পর ফের শুরু হতে চলেছে এ মাসের ১৩ তারিখ। আর ঠিক এই সময়ে ওই মামলার অন্যতম প্রধান অভিযুক্ত, জেএমবি (জামাতুল মুজাহিদিন বাংলাদেশ)-র চাঁই হাতকাটা নাসিরুল্লা ওরফে সোহেল মাহফুজ সম্ভবত বাংলাদেশে ধরা পড়েছে বলে খবর পেয়েছেন ভারতের কেন্দ্রীয় গোয়েন্দাদের একাংশ।

Advertisement

ওই মামলার তদন্ত করছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। তাদের একটি সূত্রের দাবি, বৃহস্পতিবার রাতে নাসিরুল্লা বাংলাদেশ পুলিশের হাতে ধরা পড়েছে বলে বেসরকারি ভাবে তারা খবর পেয়েছে। তবে শনিবার রাত পর্যন্ত বাংলাদেশ পুলিশ সরকারি ভাবে এ বিষয়ে কিছু জানায়নি।

চল্লিশোর্ধ্ব হাতকাটা নাসিরুল্লার হদিস দিতে পারলে ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে এনআইএ। তদন্তকারীরা জানান, পশ্চিমবঙ্গে নাসিরুল্লার নেতৃত্বেই জেএমবি-র সংগঠনের সূচনা হয়। পরে বাংলাদেশে জেএমবি-র যে অংশটি আইএস-এর দিকে ঝোঁকে, নাসিরুল্লা সেই ‘নব্য জেএমবি’-র অন্যতম পাণ্ডা হয়েছিল। লন্ডন, প্যারিস ও ব্রাসেলসের সাম্প্রতিক নাশকতায় যে বিস্ফোরক ব্যবহৃত হয়েছে, তাতেও এই সোহেল মাহফুজের কারিগরি দেখতে পেয়েছেন আন্তর্জাতিক গোয়েন্দারা। গত বছর গুলশানে জঙ্গি হামলায় বিস্ফোরক ও অস্ত্রশস্ত্র সরবরাহের মূলেও ছিল এই জঙ্গি নেতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement