আইসিএসই (দশম) এবং আইএসসি (দ্বাদশ) পরীক্ষার ফল আজ, শুক্রবার প্রকাশিত হচ্ছে। ‘কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগ্জামিনেশনস’ জানিয়েছে, বেলা ৩টেয় ফল ঘোষণা করা হবে। অন্যান্য বারের তুলনায় এ বছর অনেক আগেই ফল বেরোচ্ছে। এ রাজ্যে আইসিএসই পরীক্ষার্থীর সংখ্যা ৩১ হাজার ৪৮৬। আইএসসি পরীক্ষার্থী আছেন ২১ হাজার ৪৫১ জন।