বোর্ড গঠনে অংশগ্রহণ অধিকার, জানাল কোর্ট

বিজেপির আইনজীবী বিস্তারিত বক্তব্য পেশের জন্য সময় চাইলে আদালত জানায়, সেপ্টেম্বর মাসে মামলার পরবর্তী শুনানি হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৮ ০৫:৪৯
Share:

গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের সভায় অংশগ্রহণ এবং ভোট দিয়ে বোর্ড গঠন করা বিজয়ী প্রার্থীদের অধিকার। পর্যবেক্ষণ, কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের।

Advertisement

উত্তর ২৪ পরগনার আমডাঙার বোদাই গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে একটি আসনে বিজয়ী হন অলোক কাহার নামে এক যুবক। তাঁর বাবার অভিযোগ, বোর্ড গঠন প্রক্রিয়ায় ছেলে যাতে অংশ নিতে পারে, সেই জন্য ধর্ষণের মামলায় অলোককে ফাঁসানো হয়। ২৬ অগস্ট অলোককে গ্রেফতার করে পুলিশ। ছেলে যাতে বোর্ড গঠন প্রক্রিয়ায় অংশ নিতে পারে, তাই বিচারপতি তালুকদারের আদালতে মামলা করেন অলোকের বাবা।

তাঁর আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি বুধবার আদালতে অভিযোগ করেন, বোর্ড গঠন প্রক্রিয়ায় অংশ না নেওয়ার জন্য ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে অলোক ও তাঁর পরিবারকে। অভিযোগ, আমডাঙা ব্লক জুড়ে সন্ত্রাসের কবলে পড়েছেন বিরোধী রাজনৈতিক দলের জয়ী প্রার্থীরা।

Advertisement

বিচারপতি তাঁর প্রাথমিক পর্যবেক্ষণ জানান। সরকারের পক্ষ থেকে এ দিন মামলার চূড়ান্ত শুনানির জন্য সময় চাওয়া হয়। রাজ্য বিজেপির পক্ষ থেকে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর আদালতে পৃথক মামলার শুনানি হয় এ দিন। বিজেপির আইনজীবী স্মরজিৎ রায়চৌধুরী জানান, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, মালদহ, উত্তর দিনাজপুর জেলায় পঞ্চায়েতের বোর্ড গঠনের সময় বিজেপির জয়ী প্রার্থীদের উপর হামলা হতে পারে। আদালত সেই প্রার্থীদের পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করুক। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, হামলার আশঙ্কা অমূলক।

বিজেপির আইনজীবী বিস্তারিত বক্তব্য পেশের জন্য সময় চাইলে আদালত জানায়, সেপ্টেম্বর মাসে মামলার পরবর্তী শুনানি হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement