Jadavpur University

দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বই পড়ার নতুন সফটওয়্যার যাদবপুরে 

মূল বই ব্রেলে রূপান্তরিত হবে ‘স্পর্শ’-র মাধ্যমে। ‘স্পর্শ’ তৈরির পিছনে প্রধান মস্তিষ্ক এই বিশ্ববিদ্যালয়েরই রাজা রমান্না চেয়ার প্রফেসর অনুপম বসুর।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ০৯:৪৭
Share:

যাদবপুর বিশ্ববিদ্যালয়। —ফাইল চিত্র।

দৃষ্টি প্রতিবন্ধী পড়ুয়ারা যাতে গ্রন্থাগারের সমস্ত বই ব্রেল মাধ্যমে পড়তে পারেন, তার জন্য উদ্যোগী হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এর জন্য মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে ‘স্পর্শ’ সফটওয়্যার ইনস্টল করা হল। সেটির মাধ্যমেই মিলবে এই সুবিধা।

মূল বই ব্রেলে রূপান্তরিত হবে ‘স্পর্শ’-র মাধ্যমে। ‘স্পর্শ’ তৈরির পিছনে প্রধান মস্তিষ্ক এই বিশ্ববিদ্যালয়েরই রাজা রমান্না চেয়ার প্রফেসর অনুপম বসুর। এ দিন তিনি জানালেন, খড়্গপুর আইআইটি-তে কম্পিউটার সায়েন্স বিভাগে অধ্যাপনা করার সময়ে তিনি আর তাঁর ছাত্রেরা মিলে তৈরি করেছিলেন ‘স্পর্শ’। এ বার ‘স্পর্শ’-র স্পর্শে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী পড়ুয়াদের হাতে আসবে এখানকার গ্রন্থাগারের বিপুল বইয়ের সম্ভার। তিনি আরও জানালেন, গ্রন্থাগারে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য যে ‘অ্যাক্সেসিবল লাইব্রেরি’ আছে, এ দিন সেখানে স্পর্শ ইনস্টল করা হয়েছে। আপাতত সেটি ব্যবহারের বিষয়ে গ্রন্থাগারের কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। তার পরে ওই কর্মীদের সাহায্যেই দৃষ্টি প্রতিবন্ধী পড়ুয়ারা ‘স্পর্শ’ ব্যবহারের মাধ্যমে গ্রন্থাগারের বই পড়তে পারবেন। বিষয়টি নিয়ে সহ-উপাচার্য অমিতাভ দত্ত এ দিন বলেন, ‘‘আমরা আশাবাদী, স্পর্শ দৃষ্টি প্রতিবন্ধী পড়ুয়াদের পঠনপাঠনে খুবই সাহায্য করবে।’’

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলায় পিএইচ ডি করছেন যীশু দেবনাথ। দৃষ্টি প্রতিবন্ধী যীশু জানালেন, ‘স্পর্শ’-র ব্যবহার আগে কখনও করেননি তিনি। তবে তিনিও আশাবাদী, এই সফটওয়্যারের ব্যবহারে উপকৃত হবেন তাঁর মতো দৃষ্টি প্রতিবন্ধী বহু পড়ুয়া। যীশু বলেন, ‘‘বিষয়টি আরও বেশি গুরুত্ব পাওয়া দরকার। এই প্রকল্পকে আরও এগিয়ে নেওয়ার জন্য আর্থিক সহায়তা আসুক।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন