বিজ্ঞানীর অস্ত্র সংশয়বাদ

বিজ্ঞান কি শেষ সত্য? নাকি বৈজ্ঞানিক সত্যে পৌঁছনোর জন্য অনেক বেশি জরুরি বিজ্ঞানমনস্কতা? 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮ ০১:৫৭
Share:

টিভি রামকৃষ্ণন। নিজস্ব চিত্র

বিজ্ঞান কি শেষ সত্য? নাকি বৈজ্ঞানিক সত্যে পৌঁছনোর জন্য অনেক বেশি জরুরি বিজ্ঞানমনস্কতা?

Advertisement

বরং সত্যে পৌঁছনোর সম্ভাব্য সব উপায় জানতে সংশয়কেই হাতিয়ার করা জরুরি। শুক্রবার বোস ইনস্টিটিউটে ৮০তম আচার্য জগদীশচন্দ্র বসু স্মারক বক্তৃতায় বললেন লন্ডনে রয়্যাল সোসাইটির ফেলো, বিশিষ্ট পদার্থবিদ অধ্যাপক টিভি রামকৃষ্ণন। এ দিন তাঁর বক্তৃতার বিষয় ছিল, আচার্য জগদীশচন্দ্র বসু: বর্তমান ভারতে বিজ্ঞানচর্চার অগ্রদূত।

রামকৃষ্ণনের এ দিনের বক্তৃতায় বিজ্ঞানের সঙ্গে ওতপ্রোত হয়ে গেল দর্শনও। বারবার ঘুরেফিরে এল সংশয়বাদ। সংশয়ে আস্থা রেখেই প্রচলিত বিশ্বাসের বিপরীতে গিয়ে জগদীশচন্দ্র কী ভাবে একের পর এক বৈজ্ঞানিক উদ্ভাবন করে গিয়েছেন, বললেন সে-কথাও। “অভিজ্ঞতাই আমাদের জ্ঞানের ভিত্তি,” স্বামী বিবেকানন্দের রাজযোগ থেকে উদ্ধৃতি দিয়ে বললেন রামকৃষ্ণন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement