Lift

পাঁচতলা থেকে ছিঁড়ে পড়ল লিফট! পশ্চিম বর্ধমানে জখম জওয়ান, ভর্তি করানো হল হাসপাতালে

পাঁচতলা থেকে লিফট ছিঁড়ে পড়ে গুরুতর জখম হলেন এক জওয়ান। পশ্চিম বর্ধমানের কাঁকসার ঘটনা। জখম জওয়ানকে দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৯
Share:

লিফট ছিঁড়ে পড়ে জখম জওয়ান। —নিজস্ব চিত্র।

পাঁচতলা থেকে লিফট ছিঁড়ে পড়ে গুরুতর জখম হলেন এক জওয়ান। পশ্চিম বর্ধমানের কাঁকসার ঘটনা। জখম জওয়ানকে দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গোটা ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়েরা।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, জওয়ানের নাম কৃশানু বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে পাঁচতলা থেকে নীচে নামার জন্য লিফটে উঠেছিলেন তিনি। লিফটে ওঠা মাত্রই সেটি ছিঁড়ে পড়ে। গুরুতর জখম হন কৃশানু। পরে লিফটের দরজা ভেঙে তাঁকে উদ্ধার করেন নিরাপত্তারক্ষী এবং আবাসিকেরা। আবাসিক গোপা পালের অভিযোগ, ‘‘রক্ষণাবেক্ষণের দিকে কোনও নজর নেই আবাসন কর্তৃপক্ষের। এর আগে একাধিক বার লিফটে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে। অভিযোগ জানানোর পরেও কোনও পদক্ষেপ করেননি ওরা। এ বার একেবারে পাঁচতলা থেকেই ছিঁড়ে পড়ল লিফট। গাফিলতি সম্পূর্ণ আবাসন কর্তৃপক্ষের।’’

আবাসনের সুপারভাইজার উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, ‘‘যে কোনও দুর্ঘটনা দুঃখজনক। তবে আমাদের তরফ থেকে রক্ষণাবেক্ষণ করা হয়। আবাসিকদের সমস্যা সমাধানেরও চেষ্টা করা হয়। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, সেটা দেখা হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement