আজ রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স

জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের রেজিস্ট্রার দিব্যেন্দু কর শনিবার জানান, ৩০২টি পরীক্ষা কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্যে পরীক্ষা নেওয়া  হবে।

Advertisement

নিজস্ব স‌ংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ মে ২০১৯ ০৩:১৭
Share:

—ফাইল চিত্র।

ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির জন্য আজ, রবিবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসছে প্রায় ১ লক্ষ ১৪ হাজার পড়ুয়া। তার মধ্যে ৫৯% এ রাজ্যের পরীক্ষার্থী। বাকি ৪১% ভিন্‌ রাজ্যের।

Advertisement

জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের রেজিস্ট্রার দিব্যেন্দু কর শনিবার জানান, ৩০২টি পরীক্ষা কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্যে পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে একটি কেন্দ্র অসমে এবং দু’টি ত্রিপুরায়। পরীক্ষায় নকল ধরতে এ বারও উন্নত প্রযুক্তির ‘হ্যান্ড হেল্ড ডিটেক্টরের’ ব্যবহার করবে বোর্ড। ৮৭ জন পর্যবেক্ষক এই যন্ত্র নিয়ে বিভিন্ন কেন্দ্রে ঘুরে বেড়াবেন।

পরীক্ষার্থীরা পেন, মোবাইল ফোন, ঘড়ি নিয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে পারবেন না। শুধু অ্যাডমিট কার্ড, প্রকৃত সচিত্র পরিচয়পত্র এবং পরীক্ষার্থীর নিজের একটি ছবি নিয়ে যেতে বলা হয়েছে। দু’টি অর্ধে পরীক্ষা হবে। প্রথমার্ধের পরীক্ষা শুরু বেলা ১১টায়। জয়েন্ট এন্ট্রান্স উপলক্ষে পূর্ব রেলের হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে অতিরিক্ত ট্রেন চালানো হবে। মেট্রো রেল কর্তৃপক্ষও অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন