আইনজীবীদের দায়িত্ব স্মরণ করালেন নিশীথা

শনিবার বাঁকুড়ার বিষ্ণুপুর আদালতের নতুন ভবন উদ্বোধন করতে গিয়ে আইনজীবীদের তিনি মনে করিয়ে দেন, মামলাকারীদের জন্যই বিচার ব্যবস্থা। তাই তাঁদের ঠিকঠাক পরিষেবা দিতে আইনজীবীদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

 বিষ্ণুপুর শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৭ ১১:২০
Share:

দায়িত্ব সম্পর্কে আইনজীবীদের সচেতন করলেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশীথা মাত্রে। শনিবার বাঁকুড়ার বিষ্ণুপুর আদালতের নতুন ভবন উদ্বোধন করতে গিয়ে আইনজীবীদের তিনি মনে করিয়ে দেন, মামলাকারীদের জন্যই বিচার ব্যবস্থা। তাই তাঁদের ঠিকঠাক পরিষেবা দিতে আইনজীবীদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। বিচারপতি মাত্রে বলেন, ‘‘যে কোনও সমস্যার সমাধান সম্ভব আলোচনার মাধ্যমে। কোনও সমস্যা হলে এ রাজ্যে আইনজীবীরা আলোচনায় না গিয়ে পদক্ষেপ করে ফেলেন। তার প্রভাব গোটা বিচার ব্যবস্থায় পড়ে।’’ আইনজীবীদের প্রতি তাঁর পরামর্শ, ‘‘সমস্যা হলে বিচারকদের সঙ্গে আলোচনায় বসুন। আইনজীবীরা আইন মানছেন না এবং মামলাকারীরা আইন নিজেদের হাতে তুলে নিচ্ছেন—এমন হতে পারে না।’’

Advertisement

কোন প্রেক্ষিতে এই মন্তব্য করছেন, তা ভাঙেননি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। তবে প্রবীণ আইনজীবীদের একাংশের অনুমান, রাজ্যের বিভিন্ন আদালতে মাঝেমধ্যেই আইনজীবীরা নানা কারণে কর্মবিরতি পালন করেন। চলে কোনও কোনও বিচারকের এজলাস বয়কট। সম্প্রতি যেমন ঘটেছে বর্ধমান এবং পুরুলিয়ায়। তাতে ভোগান্তি হয় বিচার প্রার্থীদের। দীর্ঘায়িত হয় বিচার-প্রক্রিয়া। বিচারপতি মাত্রে সম্ভবত সে দিকেই ইঙ্গিত করেছেন। বাঁকুড়া বার অ্যাসোসিয়েশনের সভাপতি তাপস চৌধুরী অবশ্য বলেন, ‘‘প্রধান বিচারপতি মূল্যবান কথা বলেছেন। তবে যে কোনও সমস্যা হলে প্রথমে আমরা বিচারকদের সঙ্গেই আলোচনা করি। তাতে অনেক সময়েই সমাধান হয়। কিছু ক্ষেত্রে হয় না বলেই আইনজীবীদের বাধ্য হয়ে আন্দোলনের রাস্তায় যেতে হয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন