Tree Felling

‘পঞ্চায়েত কি গাছ কাটার সিদ্ধান্ত নিতে পারে?’ বিচারপতি সিংহ স্থগিতাদেশ দিয়ে চাইলেন জবাব

বিচারপতি অমৃতা সিংহের নির্দেশ, ওই পঞ্চায়েত প্রধান কেন ওই গাছগুলি নিলামের সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে বন দফতরের সংশ্লিষ্ট আধিকারিককে রিপোর্ট জমা দিতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৫ ২১:৩৬
Share:

বিচারপতি অমৃতা সিংহ। —ফাইল ছবি।

বাঁকুড়ার কোতুলপুরে ১০ হাজার গাছ কাটার সিদ্ধান্তের উপর নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাই কোর্ট। অভিযোগ, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান কয়েক লক্ষ টাকার ওই গাছগুলি নিলাম করে বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন। সোমবার বিচারপতি অমৃতা সিংহের নির্দেশ, ওই পঞ্চায়েত প্রধান কেন ওই গাছগুলি নিলামের সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে বন দফতরের সংশ্লিষ্ট আধিকারিককে রিপোর্ট জমা দিতে হবে। আদালতের এই নির্দেশ কোতুলপুর থানা পঞ্চায়েত প্রধানকে জানাবেন।

Advertisement

আগামী ১৮ মার্চ এই মামলার পরবর্তী শুনানি। ওই দিন রিপোর্ট দেবেন বন দফতরের বিভাগীয় আধিকারিক (ডিএফও)। আদালতকে জানাতে হবে, পঞ্চায়েত প্রধান গাছ কাটার সিদ্ধান্ত নিতে পারেন কি না এবং তাঁর সেই ক্ষমতা রয়েছে কি না। প্রসঙ্গত, বাঁকুড়ার সিহড় গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় ১০ হাজার ইউক্যালিপটাস গাছ কাটার জন্য নিলাম ডাকেন সেখানকার পঞ্চায়েত প্রধান। তাঁর সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা করেন ওই এলাকার দুই বাসিন্দা।

আবেদনকারী পক্ষের আইনজীবী সোমবার হাই কোর্টকে জানান, গত ২৫ ফেব্রুয়ারি নিলামের নোটিস দেওয়া হয়েছিল। সোমবার তার শেষ দিন। নিলামের দর ধরা হয়েছে ১৬ লক্ষ টাকা। এই মামলার শুনানিপর্বে রাজ্যের আইনজীবী জানান, বাঁকুড়ার মহকুমাশাসক কোতুলপুরের বিডিও এবং ডিএফওর তরফে কিছু জানা যায়নি। আদালতের কাছে তাঁর প্রার্থনা, ‘‘আরও সময় দেওয়া হোক।’’ এর পরেই গাছ কাটা এবং নিলামের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেন বিচারপতি সিংহ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement