RG Kar Case

হাই কোর্টে আরজি কর মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, বললেন, ডিভিশন বেঞ্চেই শুনানি হওয়া উচিত

বৃহস্পতিবার বিচারপতি ঘোষের পর্যবেক্ষণ, ইতিমধ্যে আরজি কর হাসপাতালের ঘটনায় রায় চ্যালেঞ্জ করে দু’টি মামলার শুনানি ডিভিশন বেঞ্চে চলছে। তাই সিবিআই তদন্তে ত্রুটির অভিযোগ তুলে করা মামলাটিরও শুনানি সেখানে হওয়া উচিত।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৫ ১১:৪৪
Share:

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। —ফাইল চিত্র।

আরজি কর-কাণ্ডের একটি মামলা থেকে সরে দাঁড়ালেন হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ওই মামলা সংক্রান্ত নথি তিনি প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

Advertisement

বৃহস্পতিবার বিচারপতি ঘোষের পর্যবেক্ষণ, ইতিমধ্যেই আরজি কর হাসপাতালের ঘটনায় রায় চ্যালেঞ্জ করে দু’টি মামলার শুনানি ডিভিশন বেঞ্চে চলছে। তাই এই মামলাটিরও শুনানি সেখানে হওয়া উচিত।

আরজি করের ঘটনায় সিবিআই তদন্তে ত্রুটির অভিযোগ তুলে হাই কোর্টে মামলা করেছিল নির্যাতিতার পরিবার। সেই মামলা এত দিন বিচারপতি ঘোষের এজলাসে চলছিল। এখন ওই মামলা থেকেই সরে দাঁড়ালেন তিনি।

Advertisement

অন্য দিকে, আরজি করের রায় চ্যালেঞ্জ করে দু’টি মামলা বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে বিচারাধীন। এ বার সেখানেই এই মামলা যেতে পারে বলে মনে করছেন আইনজীবীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement