Kailash Vijayvargiya

রাষ্ট্রপতি শাসনের দাবি কৈলাসের

উত্তরকন্যা-কাণ্ডে রাজ্যপাল জগদীপ ধনখড়ের হস্তক্ষেপ চাইতে এ দিন রাজভবনে তাঁর সঙ্গে দেখা করেন বিজেপি নেতা রাহুল সিংহ, বিশ্বপ্রিয় রায়চৌধুরী, লকেট চট্টোপাধ্যায়েরা। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২০ ০৪:৫৪
Share:

কৈলাস বিজয়বর্গীয়। ছবি পিটিআই।

দলের উত্তরকন্যা অভিযান ঘিরে অশান্তি এবং এক ব্যক্তির মৃত্যুর প্রেক্ষিতে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবি ফের তুলল বিজেপি। রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় সোমবার দলের যুব মোর্চার ডাকা ওই কর্মসূচিতে অংশগ্রহণ করে পরে বলেন, ‘‘শান্তিপূর্ণ আন্দোলনে যে ভাবে পুলিশ লাঠি, কাঁদানে গ্যাস ব্যবহার করল, লাঠিপেটা করল, তাতেই প্রমাণিত এ রাজ্যে গণতন্ত্র বলে কিছু অবশিষ্ট নেই। আমরা রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানাচ্ছি।’’ যদিও এ দিনই রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য রাষ্ট্রপতি শাসন জারির দাবি প্রসঙ্গে বলেন, ‘‘আমরা কাউকে শহিদ হতে দেব না। তৃণমূলের স্বাভাবিক মৃত্যু আসন্ন।’’ উত্তরকন্যা-কাণ্ডে রাজ্যপাল জগদীপ ধনখড়ের হস্তক্ষেপ চাইতে এ দিন রাজভবনে তাঁর সঙ্গে দেখা করেন বিজেপি নেতা রাহুল সিংহ, বিশ্বপ্রিয় রায়চৌধুরী, লকেট চট্টোপাধ্যায়েরা।

Advertisement

লোকসভায় তৃণমূলের সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘উত্তরাখণ্ডেও বিজেপি নেতারা এই কাণ্ড করতে গিয়ে মুখ পুড়িয়েছেন। সেখানকার প্রধান বিচারপতি রাষ্ট্রপতি শাসনের দাবি খারিজ করে দিয়েছিলেন। আর কত বার নিজেদের মুখ পোড়াতে চায় বিজেপি?’’ কৈলাসকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘বর্গী এল দেশে। বর্গীরা উত্তরবঙ্গে লুঠতরাজ, গুন্ডামি করতে গিয়েছিল। পুলিশ আটকেছে। এতে রাষ্ট্রপতি শাসন হয় না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন