Mamata Banerjee

কালীঘাটে স্কাইওয়াকের উদ্বোধন কবে, জানালেন মুখ্যমন্ত্রী, সঙ্গে বেঁধে দিলেন দিঘার জগন্নাথধামের নিয়মও

এপ্রিলের শেষে অক্ষয় তৃতীয়ায় যে জগন্নাথ ধামের উদ্বোধন হবে, তা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সোমবার তিনি জানিয়েছেন, ওই সময়ে দিঘায় যাঁরা যাবেন, তাঁদের কিছু বিধি মানতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৫ ২১:১০
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

বহু প্রতীক্ষিত কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধনের দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে তিনি জানিয়েছেন, আগামী ১৪ এপ্রিল তিনি কালীঘাটের স্কাইওয়াক উদ্বোধন করবেন। দক্ষিণেশ্বরের পরে দক্ষিণ কলকাতার এই মন্দিরের সঙ্গেও যুক্ত হতে চলেছে স্কাইওয়াক।

Advertisement

পাশাপাশিই দিঘায় নির্মীয়মাণ জগন্নাথ মন্দিরের উদ্বোধনে কী কী নিয়ম মানতে হবে, তা-ও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এপ্রিলের শেষে অক্ষয় তৃতীয়ায় যে জগন্নাথধামের উদ্বোধন হবে, তা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সোমবার তিনি জানিয়েছেন, ওই সময়ে দিঘায় যাঁরা যাবেন, তাঁদের কিছু বিধি মানতে হবে। মমতার কথায়, ‘‘যাঁরা গাড়ি নিয়ে যেতে চান, তাঁদের ২৮ এপ্রিল বেলা ৩টের মধ্যে পৌঁছোতে হবে। তার পরে কোনও গাড়ি ঢুকতে দেব না। আমি নিজেও সে ভাবে যাব।’’ অর্থাৎ ২৫ এপ্রিল নির্ধারিত সময়ের আগেই মমতা পৌঁছে যাবেন দিঘায়।

মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘আমি কোনও রকম ভিড় চাই না। ভিড় হলেই পদপিষ্ট হওয়ার আশঙ্কা থাকে। আমি সেই পরিস্থিতি চাই না। ২৯ এপ্রিল যজ্ঞ করে বিগ্রহ স্থাপন হবে। ৩০ এপ্রিল আনুষ্ঠানিক উদ্বোধন।’’ মুখ্যমন্ত্রী এ-ও জানিয়েছেন, ২৮ তারিখের পরে যাঁরা দিঘায় পৌঁছোবেন, তাঁদের দিঘা গেট থেকে হেঁটে যেতে হবে। বড়জোর তাঁরা বাস পেতে পারেন। কিন্তু কোনও ব্যক্তিগত গাড়িকে দিঘা গেট পার করতে দেবে না প্রশাসন।

Advertisement

মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা নিয়ে সরব হয়েছিলেন মমতা। যোগী আদিত্যনাথ সরকারের সমালোচনা করে মহাকুম্ভকে ‘মৃত্যুকুম্ভ’ বলে তোপ দেগেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। প্রশাসনের অনেকের মতে, কুম্ভের কথা মাথায় রেখেই বাড়তি সতর্কতা রাখতে চাইছে রাজ্য সরকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement