বাঁড়ুজ্যে বনাম বাঁড়ুজ্যে

দলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পছন্দ নিয়ে প্রশ্ন তুললেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৬ ০৩:২৩
Share:

দলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পছন্দ নিয়ে প্রশ্ন তুললেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দলের নীতি নির্ধারণ কমিটির বৈঠক ছিল। দলের এক সূত্র জানাচ্ছে, সেখানেই হুগলির যুব সভাপতি দিলীপ যাদবের বদলে ওই পদে আর এক যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব দেন মমতা। তিনি দলে অভিষেক-ঘনিষ্ঠ বলে পরিচিত। তখন কল্যাণবাবু বলেন, তাঁর প্রস্তাবে সায় নেই। কারণ শান্তনুকে এলাকায় দেখা যায় না। অভিষেকের পছন্দের বিরুদ্ধে কল্যাণ মুখ খোলায় বিস্মিত অনেকেই। মমতা কল্যাণবাবুর কাছে জানতে চান, তাঁর পছন্দের নাম আছে কিনা। তা জানাননি তিনি। বাকিদের মতও জানতে চান মমতা। তৃণমূলের হুগলি জেলা সভাপতি তপন দাশগুপ্ত-সহ দলের জেলা নেতারা শান্তনুর পক্ষেই সায় দেন। ফলে শান্তনুর মনোনয়ন এক রকম নিশ্চিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement