ঘাতক তামাক

তামাক খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। প্যাকেটে লেখা থাকেই। কিন্তু ধূমপায়ীদের ঠেকায় কে? আইন রয়েছে আইনের খাতায়। তবু, প্রকাশ্যে চলছে ধূমপান। স্কুল-কলেজের সামনে বইয়ের দোকানের চেয়ে বিড়ি-সিগারেটের দোকান বেশি! বিষ পানে লাগাম কবে পরবে? আজ, মঙ্গলবার বিশ্ব তামাক বর্জন দিবসে দুই জেলা সরেজমিনে ঘুরে দেখল আনন্দবাজার।হৃদ্‌যন্ত্রের সমস্যা, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিসের মতো অসুখের কারণ হল তামাক। নিয়মিত ধূমপানে ফুসফুস, কিডনি, যকৃত, পাকস্থলী, জরায়ু, মুখ, গলার ক্যান্সার, এমনকী লিউকোমিয়াও হতে পারে।

Advertisement
শেষ আপডেট: ৩১ মে ২০১৬ ০২:৩৫
Share:

বিক্রেতা যখন খুদে। পান্ডুয়া। ছবি তুলেছেন সুশান্ত সরকার।

বিপদ যেখানে

Advertisement

• হৃদ্‌যন্ত্রের সমস্যা, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিসের মতো অসুখের কারণ হল তামাক।

• নিয়মিত ধূমপানে ফুসফুস, কিডনি, যকৃত, পাকস্থলী, জরায়ু, মুখ, গলার ক্যান্সার, এমনকী লিউকোমিয়াও হতে পারে।

Advertisement

• নিয়মিত ধূমপান চোখের পক্ষেও খারাপ। ছানি, স্নায়ুর সমস্যা, এমনকী দৃষ্টিহীনতারও কারণ হতে পারে।

• ধূমপানের ফলে পুরুষত্বহীনতা, মহিলাদের প্রজনন ক্ষমতা হ্রাস, গর্ভপাত, কম ওজনের শিশুর জন্ম, মৃত শিশুর জন্ম, গর্ভাশয়ের ক্যান্সারও হতে পারে।

মনে রাখুন

• তামাক সেবনকরীদের অর্ধেকই মৃত্যুর কোলে ঢলে পড়েন। অর্থাৎ ১০ জন তামাক সেবনকারীর মধ্যে ৫ জনের মৃত্যু হয়।

• প্রতিটি সিগারেট মানুষের আয়ু ১১ মিনিট করে কমিয়ে দেয়। ধূমপায়ীদের গড় আয়ু ১৩-১৪ বছর কম।

• নিয়মিত ধূমপানে পুরুষদের ক্ষেত্রে ফুসফুসের ক্যান্সারের সম্ভাবনা ২৩ গুণ ও মহিলাদের ক্ষেত্রে ১৩ গুণ বেড়ে যায়। স্ট্রোকের সম্ভাবনা বাড়ে ২-৪ গুণ।

• দেশে প্রায় ৫৭ শতাংশ পুরুষ ও ১১ শতাংশ মহিলা কোনও না কোনও ধরনের তামাকে আসক্ত।

• তামাকের ব্যবহার দেশে প্রতি বছর প্রায় ৯ লক্ষ মানুষের মৃত্যুর কারণ। এই সংখ্যা ভবিষ্যতে আরও বাড়বে বলে আশঙ্কা।

• তামাক ব্যবহারজনিত কোনও রোগের কারণে দেশে প্রতিদিন প্রায় ২,২০০ মানুষের মৃত্যু হয়।

• দেশে তামাক সেবনের গড় যেখানে ৩৫ শতাংশ, সেখানে এ রাজ্যে গড় ৩৬ শতাংশ। পশ্চিমবঙ্গের ২.২৮ কোটিরও বেশি মানুষ তামাক ব্যবহার করেন।

পড়ুয়াদের সুখটান। উলুবেড়িয়া। ছবি তুলেছেন সুব্রত জানা।

ক্ষতি অন্যেরও

• ধূমপানের পরোক্ষ ক্ষতিও নেহাত কম নয়। বাবা যদি সন্তানের সামনে ধূমপান করেন, তবে সন্তানের সমান ক্ষতি হয়। পরিসংখ্যান অনুযায়ী, ভারতে প্রতি দু’জনের একজন (মূলত মহিলা ও শিশুরা) বাড়িতে পরোক্ষ ধূমপানে ক্ষতির শিকার।

নামেই আইন

• ‘জুভেনাইল জাস্টিস অ্যাক্ট’ সংশোধন করে অপ্রাপ্তবয়স্কদের কাছে নেশার বস্তু বিক্রির সাজার মেয়াদ তিন বছর থেকে বাড়িয়ে সাত বছর করা হয়েছে। তাতে কী? কিশোর-যুবকরা চাইলেই মেলে তামাকজাত দ্রব্য। ইটাচুনা বিজয় নারায়ণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ গৌতম বীটের কথায়, “কিশোর বয়স থেকে অনেকে নিয়মিত তামাক সেবন করছে, এটা উদ্বেগের। অভিভাবকদের পাশাপাশি শিক্ষক সমাজকে এ ব্যাপারে নির্দিষ্টি ভূমিকা পাল করতে হবে।’’

বাচ্চাদের তামাক বিক্রি করা হচ্ছে এমন অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হয়। নজরদারিও রয়েছে।

মুক্তা আর্য, জেলাশাসক (হুগলি)

আমরা সারা বছরই তামাকজাত দ্রব্য বিক্রির উপরে নজরদারি চালাই। আজ, তামাক বর্জন দিবস থেকে সেই নজরদারি আরও জোরদার করা হবে।

সুকেশ জৈন, পুলিশ সুপার (হাওড়া গ্রামীণ)

তামাক মানুষকে হত্যা করে। আর একবার পৃথিবী ছেড়ে চলে গেলে তুমি জীবনের অনেক কিছুই হারাবে। ব্রুক শিল্ড, অভিনেত্রী

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement