KMC Election 2021

KMC Election 2021: ৩৬ নম্বর ওয়ার্ডে বুথের সিসিটিভি বন্ধের অভিযোগ কংগ্রেস প্রার্থীর, অস্বীকার তৃণমূলের

এজেন্টদের বুথে বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন কংগ্রেস প্রার্থী নন্দন ঘোষ। ৮১ নম্বর ওয়ার্ডেও সিসিটিভি কাজ না করার অভিযোগ উঠেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২১ ০৯:৩০
Share:

সিসিটিভি বন্ধ করার অভিযোগ। নিজস্ব চিত্র।

রবিবার সকাল থেকে শুরু হয়েছে কলকাতা পুরসভার ভোটগ্রহণ। ভোট শুরু হতেই উত্তেজনা ছড়াল ৩৬ নম্বর ওয়ার্ডে। ভোট চলাকালীনই সিসিটিভি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এমনই অভিযোগ তুলেছেন ৩৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী নন্দন ঘোষ।

Advertisement

অভিযোগ, সিসিটিভি ক্যামেরা কাগজ দিয়ে ঢেকে দেওয়া হয়। কংগ্রেস প্রার্থীর আরও অভিযোগ, বুথে এজেন্টদের বসতে দিচ্ছে না তৃণমূলের লোকেরা। যদিও সেই অভিযোগকে সরাসরি খারিজ করেছেন তৃণমূল প্রার্থী শচীন কুমার সিংহ।

অন্য দিকে, ৮১ নম্বর ওয়ার্ডেও সিসিটিভি কাজ না করার অভিযোগ উঠেছে। ভোটে যাতে কোনও রকম কারচুপি না হয় নজরদারি চালানোর জন্য প্রতি বুথে সিসিটিভি ক্যামেরা লাগানোর নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। প্রাথমিক ভাবে কমিশন ঠিক করেছিল ২৫ শতাংশ বুথে সিসিটিভি ক্যামেরা লাগাবে তারা। কিন্তু হাই কোর্ট নির্দেশ দেয়, ১০০ শতাংশ বুথেই লাগাতে হবে সিসিটিভি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement