Kolkata Metro Rail

রেক খারাপ! ব্যস্ত সময়ে ব্যাহত মেট্রো পরিষেবা, ভোগান্তি অফিস-ফেরত যাত্রীদের

মঙ্গলার রাত ৮টা নাগাদ ময়দান স্টেশনে আচমকাই থেমে যায় দক্ষিণেশ্বরগামী মেট্রো। যাত্রীদের রেক খালি করে দেওয়ার জন্য ঘোষণা করা হয়। এর ফলে বিপাকে পড়েন তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৫ ২০:৪৯
Share:

মেট্রো স্টেশনে যাত্রীদের ভিড়। — ফাইল চিত্র।

ব্যস্ত সময়ে বেশ কিছু ক্ষণ বিঘ্নিত মেট্রো পরিষেবা। মঙ্গলবার সন্ধ্যার পরে দক্ষিণেশ্বরগামী মেট্রো বন্ধ থাকল কিছুটা সময়। তার জেরে বিপাকে পড়েন অফিস-ফেরত যাত্রীরা। শেষে রাত ৮টা নাগাদ চালু হয় মেট্রো। রেল সূত্রে জানা গিয়েছে, ময়দানে একটি রেক খারাপ হয়ে যায়। তার জেরেই বন্ধ হয়ে যায় দক্ষিণেশ্বরগামী লাইনে ট্রেন চলাচল। তবে কবি সুভাষগামী লাইনে মেট্রো পরিষেবা স্বাভাবিক ছিল।

Advertisement

যাত্রীদের সূত্রে জানা গিয়েছে, মঙ্গলার রাত পৌনে ৮টা নাগাদ ময়দান স্টেশনে আচমকাই থেমে যায় দক্ষিণেশ্বরগামী মেট্রো। যাত্রীদের রেক খালি করে দেওয়ার জন্য ঘোষণা করা হয়। এর ফলে বিপাকে পড়েন তাঁরা। তত ক্ষণে ময়দান থেকে দক্ষিণেশ্বরের দিকে স্টেশনগুলিতেও বৃদ্ধি পেতে থাকে ভিড়। রেল সূত্রে জানা গিয়েছে, মেট্রো থেকে যাত্রীরা নেমে যাওয়ার পরে তা নোয়াপড়ার কারশেডে নিয়ে যাওয়া হয়। কিন্তু তত ক্ষণে দক্ষিণেশ্বরগামী লাইনে পর পর দাঁড়িয়ে পড়েছে বেশ কয়েকটি মেট্রো।

খারাপ রেকটি নোয়াপাড়ায় নিয়ে যাওয়ার পরে মেট্রো পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হয়। যদিও অফিস-ফেরত যাত্রীরা সমস্যায় পড়েন। প্রচণ্ড ভিড়ের কারণে অনেক যাত্রী বেশ কয়েকটি ট্রেন ছাড়তে বাধ্য হয়েছেন। অনেকে আবার সড়কপথে গন্তব্যের উদ্দেশে রওনা দেন। শেষ পর্যন্ত রাত ৮টা ২০ মিনিট নাগাদ মেট্রো চালু হয়। তার বেশ কিছু ক্ষণ পরে পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement