Security of the West Bengal Assembly

শীতকালীন অধিবেশনের আগেই নিরাপত্তা বাড়ছে বিধানসভার, স্বয়ংক্রিয় গেট বসাচ্ছে পুলিশ

বিধানসভার উত্তর ও দক্ষিণ গেটে বসানো হবে আরএফআইডিযুক্ত ব্যুম ব্যারিয়ার গেট। এই দু’টি গেট দিয়েই মূলত মুখ্যমন্ত্রী, মন্ত্রী এবং বিধায়কেরা প্রবেশ করেন। তাই নিরাপত্তার দিক থেকে এই দুই প্রবেশদ্বারকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। স্বয়ংক্রিয় এই ব্যবস্থায় শুধুমাত্র অনুমোদিত গাড়ি— যেগুলিতে আরএফআইডি ট্যাগ থাকবে— সেগুলিই বিধানসভা চত্বরে ঢুকতে পারবে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৮:৩৩
Share:

পশ্চিমবঙ্গ বিধানসভা কক্ষ। —ফাইল চিত্র।

শীতকালীন অধিবেশন শুরুর আগেই পশ্চিমবঙ্গ বিধানসভার নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করতে উদ্যোগী হল কলকাতা পুলিশ। বিধানসভা প্রাঙ্গণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মন্ত্রিসভার সদস্য ও সমস্ত বিধায়কের নিয়মিত যাতায়াত থাকে। তাই এই গুরুত্বপূর্ণ স্থানে অবাঞ্ছিত ব্যক্তি বা গাড়ির প্রবেশ সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতেই নিরাপত্তাব্যবস্থায় যুক্ত হচ্ছে আধুনিক প্রযুক্তি।

Advertisement

লালবাজার সূত্রে জানা গিয়েছে, বিধানসভার উত্তর ও দক্ষিণ গেটে বসানো হবে আরএফআইডিযুক্ত ব্যুম ব্যারিয়ার গেট। এই দুটি গেট দিয়েই মূলত মুখ্যমন্ত্রী, মন্ত্রী এবং বিধায়কেরা প্রবেশ করেন। তাই নিরাপত্তার দিক থেকে এই দুই প্রবেশদ্বারকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। স্বয়ংক্রিয় এই ব্যবস্থায় শুধুমাত্র অনুমোদিত গাড়ি— যেগুলিতে আরএফআইডি ট্যাগ থাকবে— সেগুলিই বিধানসভা চত্বরে ঢুকতে পারবে।

সম্প্রতি বিধানসভার নিরাপত্তা নিয়ে কলকাতা পুলিশের শীর্ষকর্তাদের এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিধানসভার সচিবালয়ের মতে, আরএফআইডি-ভিত্তিক ব্যুম ব্যারিয়ার চালু হলে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করা অনেক সহজ হবে এবং নিরাপত্তা আরও জোরদার হবে। ২০২৩ সালে দিল্লির নতুন সংসদ ভবনের অধিবেশন কক্ষে অনধিকার প্রবেশের ঘটনায় নিরাপত্তা নিয়ে যে বড়সড় প্রশ্ন উঠেছিল, সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে রাজ্য বিধানসভায় এই পদক্ষেপ করা হয়েছে। পুলিশের দাবি, বেশ কিছু দিন ধরে অভিযোগ আসছিল যে বিধানসভার নিজস্ব নিরাপত্তারক্ষীদের আপত্তি উপেক্ষা করে কিছু গাড়ি ভিতরে ঢুকে পড়ছে। তাই সেই পরিস্থিতি এড়াতেই প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থা চালু করতে চলেছে কলকাতা পুলিশ।

Advertisement

নতুন ব্যবস্থা চালু হলে রাজ্যের গুরুত্বপূর্ণ এই প্রশাসনিক ভবনের নিরাপত্তা আরও শক্তিশালী হবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। এমনিতেই করোনা সংক্রমণের সময় থেকেই বিধানসভার গেটগুলি দিয়ে বিধানসভায় প্রবেশের নিয়মের বদল হয়েছে। তাতেই নিরাপত্তার খানিক তারতম্য ধরা পড়ছিল। সে ক্ষেত্রে যে ত্রুটিগুলি রয়ে গিয়েছিল, সেগুলোই মেরামত করে নিরাপত্তাব্যবস্থা ঢেলে সাজা হচ্ছে বলেই দাবি বিধানসভার এক আধিকারিকের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement