শীতলতম কলকাতা, দিঘা ১০ ডিগ্রি, ঠান্ডায় জমজমাট দার্জিলিং

রাজ্যে বাধাহীন উত্তুরে হাওয়া ঢোকার কারণে কনকনে ঠান্ডায় কাঁপছে পাহাড় থেকে সমতলের জেলাগুলি। গত শনিবার থেকে তাপমাত্রা নামতে শুরু করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২০ ১০:১৫
Share:

শীতের কলকাতা। ছবি শাটার স্টক।

ময়দানে নেমেই যেন চার-ছয় হাঁকাচ্ছে শীত! রাজ্যে বাধাহীন উত্তুরে হাওয়া ঢোকার কারণে কনকনে ঠান্ডায় কাঁপছে পাহাড় থেকে সমতলের জেলাগুলি। আজ, সোমবার এক ধাক্কায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি নেমে গিয়েছে। যা এই মরসুমে রেকর্ড। দিঘা ছুঁয়ে ফেলেছে ১০ ডিগ্রির ঘর। ঠান্ডায় পর্যটকদের ভিড়ে জমজমাট দার্জিলিং। গত শনিবার থেকে তাপমাত্রা নামতে শুরু করে। ৭২ ঘণ্টার মধ্যেই শীতের দাপটে রীতিমতো কাঁপছে রাজ্যবাসী।

Advertisement

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কমেছে। ফলে সকাল বেলাতেও শহরে শীতের দাপট ভালই মালুম হচ্ছে। বড়দিনের আগে শীত পড়ায় চিড়িয়াখানা, নিকো পার্ক, ইকো পার্ক, সায়েন্স সিটি-সহ দর্শনীয়স্থানগুলিতে উপচে পড়ছে ভিড়। ময়দানে চত্বরে ইতিউতি চড়ুইভাতির ছবিও ধরা পড়ছে। পার্ক স্ট্রিট, সদর স্ট্রিট এলাকায় বিদেশি পর্যটকদের আনাগোনাও বেড়ে গিয়েছে।

শুধু কলকাতাতেই নয়, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের শান্তিনিকেতনেও পর্যটকদের ভিড় বাড়ছে। আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন, উত্তর ভারত থেকে বাধাহীনভাবে এ রাজ্যে ঢুকছে শীতল বাতাস। ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া বাধা না পেলে শীতের দাপট চলবে।

Advertisement

গ্রাফিক: শৌভিক দেবনাথ

জেলাতেও রেকর্ড পারদ পতন ঘটেছে শনিবার থেকে। পানাগড়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমে ৭ ডিগ্রি সেলিসিয়াসে পৌঁছ গিয়েছে। দার্জিলিং সর্বনিম্ন ৬, পুরুলিয়া ৬.৪, শ্রীনিকেতন ৮.৫, শিলিগুড়ি ৭.৬, ডায়মন্ড হারবার ১১.২, দিঘা ১০.৩, জলপাইগুড়ি ৮.৯, কালিম্পং ৭.৫, মালদহ ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। আসানসোল ৯.৯, বালুরঘাট ১০.৩, ব্যারাকপুর ৯.৩, বাঁকুড়া ৯.৪ এবং বহরমপুর ৯.৪ ডিগ্রি সেলসিয়াস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement