পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক তরুণীর। সোমবার দুপুরে, বাসন্তী হাইওয়ে সংলগ্ন পশ্চিম চৌবাগায়। মৃতার নাম পল্লবী শর্মা (২০)। একটি কলেজের বাণিজ্য বিভাগের ছাত্রী পল্লবী বড়বাজারের বাসিন্দা ছিলেন। পুলিশ জানায়, স্কুটারে চেপে এক বান্ধবীর সঙ্গে ওই এলাকায় ঘুরতে গিয়েছিলেন পল্লবী। তখন একটি গাড়ি তাঁদের স্কুটারে ধাক্কা মারলে পল্লবী রাস্তায় ছিটকে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গাড়িটিই তাঁকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পল্লবীকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানায়, পল্লবী এবং তাঁর বান্ধবী দু’জনেই হেলমেট পরেছিলেন। দুর্ঘটনায় পল্লবীর মৃত্যু হলেও তাঁর বান্ধবীর কোনও আঘাত লাগেনি। ঘাতক গাড়ি এবং তার চালকের খোঁজ শুরু করেছে পুলিশ। এ দিনই কাশীপুর রোডে চিৎপুর থানার কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় নরবাহাদুর মিশ্র (৬৫) নামে এক প্রৌঢ়ের। রাস্তা পেরোনোর সময়ে একটি পণ্যবাহী গাড়ি তাঁকে ধাক্কা মারে। আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।